ব্যুরো রিপোর্ট: রবিবার অন্ধ্রপ্রদেশে দুটি ট্রেনের সংঘর্ষে এখনও পর্যন্ত নয় জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৪০-এর বেশি। এই ট্রেন দুর্ঘটনা ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি ফিরিয়ে এনেছে। পূর্ব উপকূল রেলের সিপিআরও বিশ্বজিৎ সাহু সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মৃত্যু হয়েছে ৯ জনের আহত ২৯ জন। জেলা প্রশাসনের তরফে আহতের সংখ্যা ৪০ বলা হয়েছে।
বিশাখাপত্তনম থেকে পালাসাগামী একটি বিশেষ যাত্রীবাহী ট্রেন কোথসাবতসালার কাছে আলামান্ডা ও কান্তকাপল্লের মধ্যে সংকেত না পাওয়ায় থামে। সেখানেই ভাইজাগ-রায়গড় যাত্রীবাহী ট্রেনটি ধাক্কা খায় এবং তার তিনটি বগি লাইনচ্যুত হয়। সন্ধে সাতটার দিকে পলাসা প্যাসেঞ্জার ট্রেনটি কানকাটাপল্লীতে পিছন থেকে রায়গাদা প্যাসেঞ্জার ট্রেনকে ধাক্কা দেয়। যে কারণে তিনটি বগি লাইনচ্যুত হয়।রেল সূত্রে খবর, প্রাথমিক তদন্তে এই দুর্ঘটনা, মানব ত্রুটির ফলেও হয়েছে বলে অনুমান।
কারণ যে সংকেট দেওয়া হয়েছিল, তা লোকো পাইলট লক্ষ্য করেননি। রেলের একটি সূত্র জানিয়েছে দিল্লিতে রেলমন্ত্রকের ওয়ার রুম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনা নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেছেন। দুর্ঘটনায় মৃতদের প্রতি শোকপ্রকাশ করেছেন তিনি।
দুর্ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল দুর্ঘটনায় প্রাণহানি নিয়ে শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন রেড্ডি।রেলমন্ত্রী পরে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, মৃত ও আহতদের ক্ষতিপূরণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। মৃতদের ক্ষেত্রে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ক্ষেত্রে ২ লক্ষ টাকা এবং অল্পবিস্তর আহতদের জন্য ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
অন্ধ্রপ্রদেশ সরকারের তরফে মৃতদের নিকট আত্মীয়দের ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী জগন রেড্ডি।মুখ্যমন্ত্রীর কার্যালয় সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছে, বিজয়নগরম জেলার কান্তকাপল্লি ট্রেন দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী গভীর শোকপ্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী সরকারি আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী বিশাখাপত্তনম এবং আনাকাপল্লীর নিকটবর্তী জেলাগুলি থেকে যতটা সম্ভব অ্যাম্বুলেন্স পাঠাতে ও কাছাকাছি হাসপাতালে সব ধরনের চিকিৎসার পরামর্শ দিয়েছেন।রাতেই দুর্ঘটনাস্থলে যান বিভাগীয় রেলওয়ে ম্যানেজার সৌরভ প্রসাদ। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তারা সব কোচ পরীক্ষার প্রক্রিয়ায় রয়েছেন। এটি হয়ে গেলে দুর্ঘটনায় পরিষ্কার চিত্র পাওয়া যাবে।