মহিলা ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক, ছুঁয়ে ফেললেন সচিনকে

মহিলা ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক, ছুঁয়ে ফেললেন সচিনকে

ব্যুরো রিপোর্ট:  পাকিস্তানের বিরুদ্ধে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে অনবদ্য রেকর্ড গড়লেন মিতালি রাজ। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলার নজির গড়লেন মিতালি। পাকিস্তানর বিরুদ্ধে মাঠে নামার সঙ্গেই তিনি স্পর্শ করলেন ‘ক্রিকেট ঈশ্বর’ সচিন তেন্ডুলকরকে।

ভারতীয় মহিলা দলের কিংবদন্তি মিতালি রাজ ২০০০ সালে প্রথম বার বিশ্ব কাপে অংশ নিয়েছিলেন। এর পর ২০০৫, ২০০৯, ২০১৩, ২০১৭ নেন তিনি। এ বারবং ২০২২ বিশ্বকাপে ভারতের জার্সিতে মাঠে নামার সঙ্গে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার নজির গড়লেন ভারত অধিনায়ক।

এর আগে পর্যন্ত মহিলা ক্রিকেটে সর্বাধিক বিশ্বকাপে অংশ নেওয়ার নজির ছিল নিউজিল্যান্ডের ডেবি হকলি এবং ইংল্যান্ডের চার্লট এডওয়ার্ডসের। দু’জনেই পাঁচবার করে বিশ্বকাপে অংশ নিয়েছিলেন।সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন মিতালি রাজ।

সচিন ১৯৯২ সালে প্রথম বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১১ বিশ্বকাপে খেলেছিলেন সচিন। মহিলাদে রক্রিকেটের ইতিহাসে সর্বাধিক বিশ্বকাপ খেলার রেকর্ড মিতালির দখলে থাকলেও তিনি মহিলা, পুরুষ মিলিয়ে ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ব্যক্তি যিনি ছয়টি বিশ্বকাপ খেললেন।

সচিন ছাড়াও এই তালিকায় রয়েছে পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ।মজার বিষয় হল, ভারতের জার্সিতে মিতালির যখন অভিষেক হয়েছিল তখন তাঁর বয়স ছিল ১৬ বছর ২০৫ দিন। একই বয়স ছিল সচিনেরও যখন তাঁর ভারতের জার্সিতে অভিযেক হয়েছিল।

বিশ্বকাপে জিততে ছয় বার এই প্রতিযোগীতায় অংশ নিতে হয়েছিল সচিনকে। মিতালিরও এটি ষষ্ঠ বিশ্বকাপ, দেখার তিনি ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারেন কি না!পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২০২২

মহিলা বিশ্বকাপে সফর শুরু করেছে ভারত। প্রথম ম্যাচেই পাকিস্তানকে ১০৭ রানে হারিয়েছে ভারত। মিতালি রাজ এই ম্যাচে মাত্র ৯ রান করতে সমর্থ হয়েছিলেন। যদিও তাতে ভারতের জয়ে কোনও প্রভাব পড়েনি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *