শেন ওয়ার্নের আকস্মিক প্রয়াণ কি পুলিশের চোখে স্বাভাবিক? মেলবোর্নে অমর হলেন কিংবদন্তি

শেন ওয়ার্নের আকস্মিক প্রয়াণ কি পুলিশের চোখে স্বাভাবিক? মেলবোর্নে অমর হলেন কিংবদন্তি

ব্যুরো রিপোর্ট:  শেন ওয়ার্নের মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েই। স্বাভাবিক মৃত্যু কিনা তা নিয়ে যাবতীয় সংশয় উড়িয়ে দিল তাই পুলিশ। এমনকী চার বন্ধু কীভাবে শেষ চেষ্টা করেছিলেন কিংবদন্তি লেগস্পিনারকে বাঁচানোর জন্য সে কথাও সামনে এসেছে।

প্রাইম মিনিস্টার স্কট মরিসন ওয়ার্নের পরিবারকে প্রস্তাব দিয়েছেন, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করার।তাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন ওয়ার্ন। কোহ সামুইয়ের যে সামুজানা ভিলাস রিসর্টে তাঁরা ছিলেন,

সেই ছবিও ওয়ার্ন ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন। সেখানেই অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করেন চার বন্ধু। জানা গিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা নাগাদ খাওয়া-দাওয়ার জন্য ওয়ার্নকে ডাকতে গিয়েছিলেন তাঁরা। ভেবেছিলেন ওয়ার্ন বুঝি ঘুমিয়েই রয়েছেন।

কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁরা বড় অঘটনের ইঙ্গিত পান।তাই পুলিশের তরফে জানানো হয়েছে, ওয়ার্নের বন্ধুরা সিপিআরের মাধ্যমে মিনিট ২০ ধরে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। তারই ফাঁকে ডাকা হয় অ্যাম্বুল্যান্স।

এরপরই ওয়ার্নকে নিয়ে তাঁরা ছোটেন তাই ইন্টারন্যাশনাল হাসপাতালে। পুলিশের সিনিয়র সার্জেন্ট মেজর সাপোর্ন হেমরুয়াংশ্রী জানিয়েছেন, আমরা প্রথমে জানতে পারি তাই ইন্টারন্যাশনাল হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

এরপরই ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি যিনি মারা গিয়েছেন তাঁর সঙ্গে চারজন বন্ধু ছিলেন। পরে পুলিশ নিশ্চিত হয় প্রয়াত ব্যক্তি আর কেউ নন, অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন। যিনি বৃহস্পতিবারই তাইল্যান্ডে পৌঁছান। ছিলেন ভালো মেজাজেই।

বিমানবন্দরে ভক্তদের সঙ্গে কথাও বলেন। রডনি মার্শের প্রয়াণের পর শোকবার্তা লেখার ১২ ঘণ্টার মধ্যেই প্রয়াত হন ওয়ার্ন।পুলিশ আরও জানিয়েছে, দুপুরের পর সকলেই নিজেদের ঘরে ঘুমিয়েছিলেন।

স্থানীয় সময় বিকেল ৫টা নাগাদ নৈশাহারের জন্য ওয়ার্নকে এক বন্ধু ডাকতে যান। কিন্তু অচৈতন্য অবস্থায় ছিলেন ওয়ার্ন। সাড়া না পেয়ে তিনি বাকি তিনজনকে ডাকেন। এরপরই চলতে থাকে সিপিআর।

সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে ওয়ার্নকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ ওয়ার্নের ঘরে সবকিছু পরীক্ষা করে দেখে অস্বাভাবিক কিছু নেই। তাও নিশ্চিত হতে দেহ পাঠানো হয় ময়নাতদন্তে।

২০০৬ সালে বক্সিং ডে টেস্টে শেন ওয়ার্ন টেস্টে ৭০০তম উইকেটটি পেয়েছিলেন ওয়ার্ন। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন এমসিজির সাদার্ন স্ট্যান্ডে থাকা ক্রিকেটপ্রেমীরা।

ওয়ার্নের মৃত্যুসংবাদ পাওয়ার পর এমসিজিতে অনেকেই ফুল, ক্রিকেট বল, বিয়ার, পাই, সিগারেট নিয়ে কিংবদন্তির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন।

ভিক্টোরিয়ার ক্রীড়া ও পর্যটনমন্ত্রী মার্টিন পাকুলা ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়েল এডওয়ার্ডস, এমসিসি ট্রাস্ট চেয়ারম্যান স্টিভ ব্র্যাকস, এমসিসি সিইও স্টুয়ার্ট ফক্স প্রমুখের সঙ্গে আলোচনার পর জানিয়েছেন, গ্রেড সাদার্ন স্ট্যান্ডটি ওয়ার্নের নামাঙ্কিত করা হচ্ছে।

ওয়ার্নের প্রয়াণের আগেই জংশন ওভালের একটি স্ট্যান্ড ওয়ার্নের নামাঙ্কিত করার সিদ্ধান্ত নিয়েছিল ক্রিকেট ভিক্টোরিয়া। ভিক্টোরিয়ার প্রিমিয়ার ও অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার স্কট মরিসন ওয়ার্নের পরিবারের সঙ্গে কথা বলেছেন।

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করার প্রস্তাব দেওয়া হয়েছে।নিউজিল্যান্ডে মহিলাদের বিশ্বকাপে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছে অস্ট্রেলিয়া।

মহিলা ক্রিকেট দল রডনি মার্শ ও শেন ওয়ার্নের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে খেলছে দুটি কালো আর্মব্যান্ড পরে। পাকিস্তান সফররত অস্ট্রেলিয়া দলেও ওয়ার্নের আকস্মিক প্রয়াণে শোকের ছায়া।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *