করোনার দৈনিক সংক্রমণ নামল ৬ হাজারের নীচে, মৃত্যু হার নিয়ে উদ্বেগ কমছেই না ভারতে

করোনার দৈনিক সংক্রমণ নামল ৬ হাজারের নীচে, মৃত্যু হার নিয়ে উদ্বেগ কমছেই না ভারতে

ব্যুরো রিপোর্ট:  দেশে করোনার গ্রাফ ক্রমেই নিম্নমুখী হচ্ছে। প্রতিদিন করোনা মুক্তি ঘটছে আক্রান্তের সংখ্যার দ্বিগুণ। শনিবার করোনা আক্রান্তের সংখ্যা নেমে গিয়েছে ৬ হাজারেও নীচে। কিন্তু মৃত্যু সংখ্যা বা মৃত্যু হার নিয়ে উদ্বেগ কমছে না কিছুতেই।

আর উদ্বেগ কেরলের সংক্রমণ নিয়ে। মহারাষ্ট্রের চারগুণ সংক্রমণ কেরল রাজ্যে।ভারতে করোনার দৈনিক সংক্রমণ শনিবার ছ’হাজারের নীচে নেমে গিয়েছে। গতদিনের তুলনায় প্রায় ৫০০ কম সংক্রমণের সংখ্যা। মৃতের সংখ্যা আবার বেড়ে ৩০০ ছুঁই ছুইঁ।

তবে সক্রিয়ের সংখ্যা কমে ৬৩ হাজারে নেমে গিয়েছে। দৈনিক আক্রান্তের প্রায় দ্বিগুণ করোনামুক্ত হয়েছে শনিবারও।করোনার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বর্তমানে। একটা সময় প্রায় তিন লক্ষ করে দৈনিক সংক্রমণ হয়েছে।

সেখানে এদিন দৈনিক সংক্রমণ নেমেছে ৬ হাজারের নীচে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ৫৯২১ জন করোনা সংক্রমিত হয়েছেন। এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ ৪,২৯,৫৭,৪৭৭।

ভারতে করোনার তৃতীয় ঢেউয়ে সুনামির আকার নিতে শুরু করেছিল সংক্রমণ। সেইসঙ্গে আবার দেশে করোনায় মৃত্যু সংখ্যাও বেড়ে গিয়েছিল বহুগুণ। করোনায় মৃতের সংখ্যা ১২০০-র উপরে উঠে গিয়েছিল একটা সময়ে।

সেখান থেকে কমে ২০০-র নীচে নেমে গেলেও করোনায় দৈনিক মৃতের সংখ্যা আবার বেড়ে ৩০০-র কাছে চলে গিয়েছে। এদিন করোনার দৈনিক মৃতের সংখ্যা ২৮৯। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫,১৪,৫৮৯-এ পৌঁছে গিয়েছে।

ভারতে গত ২৪ ঘন্টায় মোট ১১ হাজার ৬৫১ জন রোগী সুস্থ হয়েছেন, যা সারা দেশে মোট করোনামুক্তের সংখ্যাকে পৌঁছে দিয়েছে ৪,২৩,৭৮,৭২১-তে। করোনামুক্তের সংখ্যা দৈনিক আক্রান্তের থেকে প্রায় দ্বিগুণ এদিন।

এদিন পজিটিভিটি রেট কমে হয়েছে ০.৬৩ শতাংশ। এদিনের পরিসংখ্যানে দেশে সংক্রমণের গ্রাফের পাশাপাশি মৃত্যুহার অবশ্য একটু বেড়েছে।করোনার দৈনিক সংক্রমণ, সংক্রমণের হার ও করোনা মুক্তের সংখ্যায় স্বস্তি ফিরেছে।

কয়েকদিন ধরেই আতঙ্ক ছিল মৃতের সংখ্যা নিয়ে। তা অনেকটাই নিয়ন্ত্রণে এলেও উদ্বেগ কিছুতেই কমছে না। শুধু উদ্বেগের বিষয় কেরলে সংক্রমণ এখনও দু’হাজারের ঊর্ধ্বে। এদিনও করোনার সর্বোচ্চ সংখ্যা নথিভুক্ত হয়েছে কেরলেই।

মহারাষ্ট্রের থেকে প্রায় চার গুণ সংক্রমণ হয়েছে কেরলে।করোনার মোট সংক্রমণে শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে সবার প্রথম মহারাষ্ট্র। তারপরে রয়েছে কেরল। কর্নাটক রয়েছে তিন নম্বরে।

পশ্চিমবঙ্গ রয়েছে ৭ নম্বরে। পশ্চিমবঙ্গের উপরে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশ। দৈনিক সংক্রমণে সবার উপরে কেরল। তারপর রয়েছে মহারাষ্ট্র। মোট ১৭৮ কোটি ৫৫ লক্ষের উপরে করোনা ভ্যাকসিন হয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *