বিরাটের শততম টেস্টে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত ভারতের

বিরাটের শততম টেস্টে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত ভারতের

ব্যুরো রিপোর্ট: মোহালিতে কেরিয়ারের শততম টেস্ট ম্যাচটি খেলতে নামেছে বিরাট কোহলি। গোটা দেশের নজর প্রাক্তন ভারত অধিনায়কের উপর। কী ভাবে নিজের বিশেষ ম্যাচটিকে স্মরণীয় করে রাখেন, সেটাই দেখার অধীর অপেক্ষায় রয়েছে গোটা দেশ।

তবে, শততম টেস্টে বিরাটের ব্যাটিং দেখার জন্য বিশেষ অপেক্ষা করতে হবে না ভারতীয় দলের সমর্থকদের। প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় দলের স্থায়ী অধিনায়ক হিসেবে এটাই প্রথম টেস্ট ম্যাচ হতে চলেছে রোহিত শর্মার।

মোহলিতে শুক্রবার যেই উইকেটে দুই দল মুখোমুখি হতে চলেছে তাতে ভাল ক্রিকেটের আশা করা যায়। ব্যালেন্সড উইকেট। ব্যাটসম্যান এবং বোলার- উভয়ের জন্যই উইকেটে ভাল পারফর্ম করবে। উইকেটে ঘাস ছাঁটা হয়েছে ম্যাচের আগের দিন। ফলে পেসার এবং স্পিনার উভয় পক্ষই সুবিধা পাবে। বল ব্যাটে আসবে।

ফলে এক বার সেট হয়ে গেলে ব্যাটসম্যানরা বড় রান পেতে পারেন।ধারাবাহিক খারাপ ফর্মের কারণে চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে রাখা হয়নি। পূজারার পরিবর্তে এই টেস্টে খেলছেন হনুমা বিহারী এবং রাহানের জায়গায় দলে এসেছেন শ্রেয়স আইয়ার।

টস জিতে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বলেন, “প্রথমে বোর্ডে রান তুলে সেই সুবিধাটা আমরা নিতে চাই। ভারতকে নেতৃত্ব দেওয়াটা প্রচণ্ড গর্বের। এই তালিকায় (অধিনায়কদের) সামিল হতে পেরে গর্বিত। আমি কখনও এই স্বপ্ন দেখেনি। আমরা জানি এটা একটা বিশেষ মুহূর্ত। খুব বেশি ক্রিকেটার একশো টেস্ট খেলেনি।

তিন জন স্পিনার এবং দু’জন সিমার খেলিয়েছি আমরা।”শ্রীলঙ্কার অধিনায়ক ডিমুথ করুণারত্ন বলেন, “উইকেট যথেষ্ট ভাল। আমরা টসে জিতলেও ব্যাটিং নিতাম। আমরা ৩০০ টেস্ট খেলে নিলেও কখনও ভারতে জিততে পারিনি। সিনিয়র এবং জুনিয়র মিশিয়ে আমাদের দলের কম্বিনেশন বেশ ভাল।

আমরা তিন সিমার এই দুই স্পিনার খেলিয়েছি।”রোহিত শর্মা (অধিনায়ক), ময়াঙ্ক আগারওয়াল, হনুমা বিহারী, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, মহম্মদ শামি,

জসপ্রীত বুমরাহ ডিমুথ করুণারত্ন (অধিনায়ক), লাহিরু থিরিমানে, পাথাম নিষাঙ্ক, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ধনঞ্জয় ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, সুরঙ্গ লকমল, বিশ্ব ফার্নান্দো, লাসিথ এমবুল্দেনিয়া, লাহিরু কুমারা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *