মমতার ‘দুয়ারে রেশন’ প্রকল্পকে কটাক্ষ দিলীপের

মমতার ‘দুয়ারে রেশন’ প্রকল্পকে কটাক্ষ দিলীপের

ব্যুরো রিপোর্ট:  নির্বাচনের সময় করা প্রতিশ্রুতি রেখে গতকালই দুয়ারে রেশন প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নিজের এই প্রকল্পের প্রশংসা করে মমতা নিজেই বলেন যে, ‘এই প্রকল্প একদিন নোবেল পাবে।’

আর মমতার এই স্বপ্নের প্রকল্পকেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।২০২১ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসকদলের অন্যতম হাতিয়ার ছিল দুয়ারে রেশন প্রকল্প।

এই প্রকল্পের ঘোষণা করে মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের রেশন ডিলারশিপ পেতে এবার থেকে অগ্রাধিকার পাবেন মহিলারা। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, এর আগে রেশন ডিলারশিপ পেতে ১ লক্ষ টাকা জমা দিতে হত।

সেই অর্থের পরিমাণ কমিয়ে ৫০ হাজার করা হবে। এছাড়াও নিজেদের গাড়ি করে রেশন পৌঁছে দিতে পারবেন ডিলাররা। সেক্ষেত্রে গাড়ি কেনার সময় রাজ্যের কাছ থেকে ১ লক্ষ টাকা ভর্তুকি পাবেন বলেও জানিয়েছেন মমতা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *