ব্যুরো রিপোর্ট: বঙ্গোপসাগরে ও আরব সাগরে তৈরি হয়েছে দুটি নিম্নচাপ। এর ফলে রাজ্যে ঢুকছে জলীয় বাস্প। ফলে ভোরের দিকে ঠাণ্ডা অনুভূত হলেও, বেলা বাড়লে তৈরি হচ্ছে গরমের অস্বস্তি। এই নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও।
হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে শহরে বেড়েছে তাপমাত্রার পারদ।
সোমবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে বুধবার থেকে তাপমাত্রা ফের কমতে পারে।
সপ্তাহান্তের শেষে ফিরতে পারে ঠাণ্ডার আমেজ। চলতি সপ্তাহেই জাঁকিয়ে ঠাণ্ডা পরার পূর্বাভাস রয়েছে। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। জেলার তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে।