ব্যুরো রিপোর্ট: বিয়ের প্রস্তাব নাকচ করেছিল প্রেমিক। সে কারণে বদলা নিতে প্রেমিক মুখে অ্যাসিড ছুড়ে মারল প্রেমিকা। এমনই এক ঘটনা ঘটেছে কেরলের তিরুঅনন্তপুরমে। ঘটনাটি ঘটেছে গত ১৬ নভেম্বর।
এর পর রবিবার অভিযুক্ত ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ।সূত্রের খবর, এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শিবা সন্তোষ নামে এক মহিলার। প্রেমিকের সঙ্গে থাকতে কাজ নিয়ে চলে আসেন তিরুঅনন্তপুরমে অবশ্য,
প্রেমিকার বিয়ে হয়ে গিয়েছে এবং তাঁর দুটি বাচ্চা রয়েছে তা জানার পর আর তাঁকে বিয়ে করতে চাননি ওই যুবক।এর পর ওই যুবকের অন্য কথাও বিয়ের কথা বার্তা চলছে, তা জানার পর কথা বলার জন্য তাঁকে দেখা করতে বলেন বছর পঁয়ত্রিশের ওই মহিলা।
যুবক তাঁর এক বন্ধু ও জামাইবাবুর সঙ্গে একটি গির্জার সামনে ওই মহিলার সঙ্গে কথা বলার জন্য আসেন। কিন্তু তখনই ওই যুবকের মুখে অ্যাসিড দিয়ে হামলা করেন ওই মহিলা। এই হামলায় তিনি নিজেও আহত হন।
পুলিশ সূত্রে জানা যায়, এর পর অভিযুক্ত মহিলা পালিয়ে তাঁর স্বামীর পরিবারের কাছে চলে গিয়েছিল। রবিবার তাঁকে সেখান থেকে গ্রেফতার করে পুলিশ। সিসিটিভি ক্যামেরায় এই হামলার ঘটনা ধরা পরেছে। তা থেকেই পুলিশের কাছে ঘটনার প্রমাণ মিলেছে।