বিজেপি শাসিত রাজ্যে গণতন্ত্র নেই, কথায় কথায় খুন করা হচ্ছে’, তোপ মুখ্যমন্ত্রীর

বিজেপি শাসিত রাজ্যে গণতন্ত্র নেই, কথায় কথায় খুন করা হচ্ছে’, তোপ মুখ্যমন্ত্রীর

ব্যুরো রিপোর্ট:  চার দিনের দিল্লি সফরে যাওয়ার আগে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং ত্রিপুরার বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরার বিজেপি সরকারকে আক্রমণ করে তৃণমূলনেত্রী বলেন,

বিজেপি শাসিত রাজ্যে গণতন্ত্রের কঙ্কাল বেরিয়ে পরেছে। অগ্নিগর্ভ হয়ে উঠেছে ত্রিপুরার পরিস্থিতি। রবিবার তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষের গ্রেফতারি নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘সায়নীর মতো শিল্পীর বিরুদ্ধে খুনের অভিযোগ দিয়েছে।

অত্যাচারের পর অত্যাচার করছে। জানি না এখন কোথায় গেল মানবাধিকার কমিশন।’পাশাপাশি তিনি অভিযোগ করেন, ‘বিজেপি শাসিত রাজ্যে গণতন্ত্র নেই। কথায় কথায় খুন করা হচ্ছে। গুন্ডারা আর্মস নিয়ে পুলিশের সামনে রাস্তায় ঘুরছে।

নির্বাচনের নামে ত্রিপুরায় প্রহসন চলছে। তারপরেও আমাদের কর্মীরা কাজ করছেন। মানুষ এর জবাব দেবে।’ত্রিপুরায় সায়নী ঘোষের গ্রেফতারি নিয়ে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূলের সাংসদরা।

তবে তাঁদের সঙ্গে দেখা করেননি স্বরাষ্ট্রমন্ত্রী। তা নিয়ে মমতা বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চেয়েও পাননি সাংসদরা। আমি দিল্লি গিয়ে সাংসদদের সঙ্গে দেখা করব। তবে ধর্নায় বসব না।

তাঁদের সমবেদনা জানাবো।’ত্রিপুরায় যাতে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা, বিরোধীদের প্রচারে যাতে অসুবিধা না হয়,

তা নিশ্চিত করতে ত্রিপুরার বিজেপি সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রায়কে হাতিয়ার করে মমতা বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না ত্রিপুরা সরকার। এটা শীর্ষ আদালতের অবমাননা।’

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *