রাজ্যের চার পুরনিগমে আগামী ২২ জানুয়ারি হতে চলেছে নির্বাচন, তবে আটকেই রইল হাওড়ার ভোট

রাজ্যের চার পুরনিগমে আগামী ২২ জানুয়ারি হতে চলেছে নির্বাচন, তবে আটকেই রইল হাওড়ার ভোট

ব্যুরো রিপোর্ট:  চলতি মাসেই শেষ হয়েছে কলকাতা পুরসভার ১৪৪টি আসনে ভোট। আগামী বছরের ২২ জানুয়ারি আরও চারটি পুরনিগমে ভোট হবে বলে জানাল নির্বাচন কমিশন। অন্যদিকে রাজ্যপাল হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন(সংশোধনী) বিল ২০২১-এ এখনও সই করেননি।

পাশাপাশি রাজ্য সরকার হাওড়া পুরভোট নিয়ে এখনও কিছু জানায়নি। সেই কারণে হাওড়াকে বাদ রেখেই বাকি চার পুরনিগমে ভোট হবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

আগামী ২২ জানুয়ারি যে চারটি পুরনিগমে ভোট হবে তার মধ্যে রয়েছে শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর এবং চন্দননগর। সেই অনুযায়ী আজ, সোমবার থেকেই আদর্শ আচরণ বিধি চালু হয়ে গিয়েছে।

মঙ্গলবার ২৮ ডিসেম্বর থেকে মনোনয়ন জমা দেওয়ার পক্রিয়া শুরু হবে। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন হল ৩(সোমবার) জানুয়ারি। মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে ৪(মঙ্গলবার) জানুয়ারি।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হল ৬(বৃহস্পতিবার) জানুয়ারি।চার পুরনিগমে নির্বাচন হবে ২২(শনিবার) জানুয়ারি। পুননির্বাচন হবে ২৪(সোমবার) জানুয়ারি। আর ভোটের ফল ঘোষণা করা হবে ২৫(মঙ্গলবার) জানুয়ারি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *