করোনামুক্তির আশার আলো নিভিয়ে ফের লাফিয়ে বাড়ল সংক্রমণ, মৃত্যু বেড়ে প্রায় দ্বিগুণ

করোনামুক্তির আশার আলো নিভিয়ে ফের লাফিয়ে বাড়ল সংক্রমণ, মৃত্যু বেড়ে প্রায় দ্বিগুণ

ব্যুরো রিপোর্ট:  একদিন আগেই দেশকে করোনামুক্তির আশার চিত্র দেখিয়েছিল পরিসংখ্যান। কিন্তু একদিনের মধ্যেই তা সেই আশার আলো ফের নিভে গেল। এক লাফে দেশে দৈনিক সংক্রমণ বাড়ল প্রায় দু-হাজার।

দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা বিগত তিনদিন ধরে কমছিল। করোনা আক্রান্তের গ্রাফ ছিল নিম্নমুখী। ১১ হাজার থেকে তিনদিনে কমে সাড়ে সাত হাজারে নেমে গিয়েছিল। বুধবার তা বেড়ে ফের ৯ হাজারের উপরে চলে গেল।

আর উদ্বেগ বাড়িয়ে মৃত্যু হল এদিন ৪৩৭ জনের।বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৯ হাজার ২৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। গতকালের তুলনায় এই সংখ্যা প্রায় দু-হাজার বেশি।

গতকাল সংখ্যাটা ছিল ৭ হাজার ৫৭৯। এর ফলে ভারতে মোট করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ৩ কোটি ৪৫ লক্ষ ৩৫ হাজার ৭৬৩।দেশে মৃতের সংখ্যাও এদিন গতদিনের তুলনায় অনেকটাই বেড়েছে। প্রায় দ্বিগুণ হয়েছে দৈনিক মৃতের সংখ্যা।

গত সপ্তাহে করোনায় মৃত্যু ৫০০-র উপরে উঠে গিয়েছিল। এ সপ্তাহের প্রথম দুদিন সেই মৃত্যুমিছিল অনেকটাই নিয়ন্ত্রণে আসে। কিন্তু বুধবারের পরিসংখ্যান আবার উদ্বেগ বাড়াল। এদিন মৃত্যু হয়েছে ৪৩৭ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ২৩৬।

দেশে করোনায় মৃতের সংখ্যা নেমে গিয়েছিল ১৫০-রও নিচে। এখনও সেই জায়গায় করোনায় মৃতের সংখ্যা তিনগুণ প্রতিদিন। এখনও পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ৪,৬৬,৫৮৪ জনের।

করোনা সংক্রমণের হার দেশে অনেকটাই নিম্নমুখী হওয়ায় উদ্বেগ অনেকটাই কমেছিল। কিন্তু এদিন দেশের করোনা সংক্রমণ ফের বাড়ল অনেকটাই। কেরলের গ্রাফই আতঙ্ক বাড়িয়েছে সম্প্রতি।

কেরলের সংক্রমণ এক লাফে অনেকটাই বেড়ে যায় উৎসবের মরশুমে। করোনার বাড়বাড়ন্ত শুরু হয় কেরালায়। সেই ধারা এখনও অব্যাহত।

তবে দেশে সামগ্রিকভাবে সংক্রমণের সংখ্যাটা এখনও নিয়ন্ত্রণে। উল্লেখ্য, দেশের সংক্রমণের অর্ধেকই কেরালার।গত দু-সপ্তাহ ধরে করোনা ভাইরাসের দৈনিক গ্রাফ সন্তোষজনক জায়গায় রয়েছে দেশে।

গত দিনদিনে করোনা সংক্রমণ নেমে গিয়েছিল সাত হাজারের ঘরে। কিন্তু এদিন সেই সংখ্যাটা ফের বেড়ে ৯ হাজারের উপরে উঠে গেল। তবে দেশে ধারাবাহিকভাবে কমছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা।

সক্রিয় রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ১১ হাজারে নেমে এসেছে। বর্তমানে সক্রিয় রোগী ১ লক্ষ ১১ হাজার ৪৮১। ৫৩৭ দিনের মধ্যে সবথেকে কম করোনা সক্রিয় দেশে।গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১০,৯৪৯ জন।

দেশে মোট করোনামুক্তের সংখ্যা ৩ কোটি ৩৯ লক্ষ ৫৭ হাজার ৬৯৮। ৯৯ শতাংশের বেশি করোনা মুক্ত হয়েছে দেশে। ১ শতাংশেরও কম সক্রিয় এখন ভারতে। এখনও সার্বিকভাবে মহারাষ্ট্র সবার উপরে। তারপরেই রয়েছে কেরালা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *