এবার থেকে বিমান এবং বিমানবন্দরে ‘গর্বের’ ভারতীয় গান বাজাবার পরামর্শ কেন্দ্রের

এবার থেকে বিমান এবং বিমানবন্দরে ‘গর্বের’ ভারতীয় গান বাজাবার পরামর্শ কেন্দ্রের

ব্যুরো রিপোর্ট:  বিভিন্ন ভারতীয় উড়ান সংস্থা এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে এবার থেকে বিমান এবং বিমানবন্দরে ভারতীয় গান বাজাবার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।

সোমবার ডিরেক্টরেট অফ সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) প্রধান অরুণ কুমার এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (এএআই) চেয়ারম্যান সঞ্জীব কুমারকে অ্যাডজাইজরি পাঠান কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের যুগ্ম-সচিব উষা পাড়হি।

সেই অ্যাডজাইজরিতে বলা হয়েছে, ‘আমাদের সংগীতের সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতি আছে।’ যে সংগীত নিয়ে ভারতীয়রা গর্ববোধ করেন বলে জানিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক।

কেন্দ্র জানিয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনশিপের তরফে গত ২৩ ডিসেম্বর অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে স্মারকলিপি জমা দেওয়া হয়।

তাতে দাবি করা হয়, আরও জনপ্রিয় করে তোলার জন্য জন্য সব দেশীয় উড়ান সংস্থায় বাধ্যতামূলকভাবে ভারতীয় সংগীত বাজানো হোক।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *