ক্রমে করোনা মুক্ত হচ্ছে দেশ, আরও কমল দেশের দৈনিক সংক্রমণ

ক্রমে করোনা মুক্ত হচ্ছে দেশ, আরও কমল দেশের দৈনিক সংক্রমণ

ব্যুরো রিপোর্ট:  ধীরে ধীরে করোনা মুক্ত হতে শুরু করেছে দেশ। একাধিক ছোট রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিতে করোনা ভাইরাসের সংক্রমণ মুক্ত হয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক করোনা সংক্রমণ আরও কমল।

আক্রান্ত হয়েছেন মাত্র ১২৫৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৩৫ জন। অর্থাৎ করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যাও কমছে ধীরে ধীরে।অরুণাচল প্রদেশ , লাদাখ, পণ্ডিচেরী সহ একাধিক কেন্দ্র শাসিত অঞ্চল এবং ছোট রাজ্যে গত কয়েকদিন ধরে কোনও করোনা ভাইরাসের সংক্রমণ দেখা যায়নি।

এমনকী করোনা সংক্রমণে মৃত্যুর খবরও নেই। পশ্চিমবঙ্গেও করোনা ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। একাধিক জেলায় করোনা সংক্রমণ নিম্নমুখী হয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের দৈনিক করোনা সংক্রমণ প্রায় হাজারে নেমে এসেছে।

আক্রান্ত হয়েছেন ১২৫৯ জন। গতকাল সংখ্যাটা ছিল ১২৭০। করোনা ভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন মাত্র ৩৫ জন। প্রসঙ্গত উল্লেখ্য গতমাসেও করোনা ভাইরাসের সংক্রমণে মত্যুর সংখ্যা বেশ উদ্বেগজনক ছিল।

দৈনিক করোনা সংক্রমণ কমলেও মৃত্যুর সংখ্যা রাশ টানা বেশ কঠিন হচ্ছিল। সেই পরিস্থিতিরও উন্নতি হয়েছে অনেকটা।গোটা দেশে করোনা বিধি উঠে যাচ্ছে ৩১ মার্চের পর থেকে। কেবল মাত্র মুখে মাস্ক পরে থাকলেই হবে। কোনও রকম সামাজিক দূরত্ববিধি আর থাকবে না বলে জানানো হয়েছে।

এদিকে করোনার দৈনিক সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন ১৫,৩৭৮ জন। করোনা সংক্রমণে সুস্থতার হারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ১৭০৫ জন। আক্রান্তের চেেয় সুস্থতার সংখ্যা বেশি।

গত কয়েক মাস ধরেই অবশ্য সেটাই দেখা যাচ্ছে। করোনা মুক্ত হওয়ার আশা দেখছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেই সঙ্গে রাজ্যগুলিকে সতর্ক থাকার কথাও বলেছে। খড়গপুর এবং কানপুর আইআইটির গবেষকরা দাবি করেছেন মে মাসে দেশে করোনা সংক্রমণে চতুর্থ ওয়েভ আছড়ে পড়বে।

সেকারণে আগে থেকেই রাজ্যগুিলকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অক্সিজেন সরবরাহ যাতে পর্যাপ্ত থাকে সেদিকে নির্দেশ দেওয়া হয়েছে। করোনার নতুন স্ট্রেন ইতিমধ্যেই দাপট দেখাতে শুরু করে দিয়েছে ইজরায়েেল। চিনেও বাড়ছে করোনার দাপট। কাজেই রাজ্যগুিলকে সেদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *