‘স্ট্যাম্প পেপারে লিখে দিচ্ছি ২০২৪ এ আসানসোলে বিজেপি জিতবে’, দাবি সুকান্ত মজুমদারের

‘স্ট্যাম্প পেপারে লিখে দিচ্ছি ২০২৪ এ আসানসোলে বিজেপি জিতবে’, দাবি সুকান্ত মজুমদারের

ব্যুরো রিপোর্ট:  ভোট আগেই হয়ে গিয়েছিল আসানসোল ও বালিগঞ্জে। শনিবার ছিল তার ফলাফল। ভোট গণনার প্রথম থেকেই বিরোধীদের পিছনে ফেলে এগিয়ে গিয়েছে তৃণমুল প্রার্থীরা। ইতিমধ্যে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা এবং বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় জয়ী হয়েছেন।

বালিগঞ্জে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকা নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ভোটাররা ঠিক মতো ভোট দেননি। ভোট কম পড়েছে। সেই কারণে তাদের এমন ফলাফল। তিনি আরও বলেছেন, বালিগঞ্জ তাদের জন্য কখনও ভাল সিট ছিল না।

পাশাপাশি তিনি দাবি করেন, অনেকে তৃণমূল থেকে সরে এসে সিপিএম এবং কংগ্রেসকে ভোট দিচ্ছে।রাজ্য বিজেপি সভাপতি আরও বলেন, বালিগঞ্জে ৪২ শতাংশ সংখ্যালঘু ভোট রয়েছে।

এই ভোট আগামী দিনে এই ভোট কমবে তৃণমূলের। আসানসোল নিয়েও তিনি বলেন, পাণ্ডবেশ্বর বারাবনিতে ভোট ঠিক মতো হয়নি। সেখানে ঢুকতে দেওয়া হয়নি মিডিয়াকে।এছাড়া রাজ্য বিজেপি সভাপতি বলেছেন, ‘ভোট সবসময় সংগঠনের উপর দাঁড়িয়ে হয়না।

তাহলে ২০১১ সালে সিপিএমকে হারিয়ে তৃণমূল কংগ্রেস কি করে এল। উপনির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রেই শাসকের পক্ষেই মানুষ ভোট দেন।’সুকান্ত দাবি করে বলেন, ‘আমি স্ট্যাম্প পেপারে এখনই লিখে দিচ্ছি ২০২৪ এ আসানসোলে ভারতীয় জনতা পার্টি জিতবে।’

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *