ওমিক্রণ আতঙ্কের মাঝে দেশে দৈনিক করোনা সংক্রমণ আরও কমল, ২৪ ঘণ্টায় মৃত্যু কত জনের জেনে নিন

ওমিক্রণ আতঙ্কের মাঝে দেশে দৈনিক করোনা সংক্রমণ আরও কমল, ২৪ ঘণ্টায় মৃত্যু কত জনের জেনে নিন

ব্যুরো রিপোর্ট:  করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ অনেকটাই কমল ভারতে। ওমিক্রণ আতঙ্কের মাধেই দেশে করোনা ভাইরাসের সংক্রমিত হেয়েছেন ৮,৬০৩ জন। গতকালের চেয়ে ৬ শতাংশ কমেেছ দেশের দৈনিক করোনা সংক্রমণ।

কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৪১৫ জনে। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন ৯৯, ৯৭৪ জন।সংক্রমণ। এদিকে দেশে ঢুকে পড়েছে ডেল্টার চেয়েও বেশি সংক্রমক ওমিক্রন ভ্যারিয়েন্ট।

কর্নাটকে দক্ষিণ আফ্রিকা থেকে আসা দুই ব্যক্তির মধ্যে প্রথম এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে। সেই রেশ ধরে খোঁজ খবর চালাতে গিয়ে রাজস্থানে ৫ ব্যক্তি করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে তাঁরা ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে আবার দিল্লির হাসপাতালে করোনা আক্রান্ত ১২ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাঁরা ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত করেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৪৬,২৪,৩৬০ জন।

দেশে করোনা সংক্রমণে মারা গিয়েছেন৪,৭০,৫৩০ জন। তবে ওমিক্রন ভ্যারিয়েন্ট ভারতে ঢুকে পড়ায় আতঙ্ক রয়েছে। গবেষকরা দাবি করেছেন, ডেল্টার থেকে ৩ গুণ বেশি সংক্রমক। তাই ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে সিঁদুরে মেঘ দেখছে মোদী সরকার।

যদিও ইতিমধ্যেই আন্তর্জাতিক উড়ানে একাধিক জায়গায় করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় বিধি কড়া করা হয়েছে। আরটি-পিসিআর টেস্ট ছাড়া বিমানবন্দরের বাইরে বেরোতে পারবেন না যাত্রীরা।

ঝুঁকি পূর্ণ দেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।ইতিমধ্যেই বিশ্বের ২৯টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। ভারত ছাড়াও আমেরিকাতেও ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে।

ভারতে তৃতীয় ওয়েভ ওমিক্রনের হাত ধরেই আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে আবার দক্ষিণ আফ্রিকাতে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ সবচেয়ে বেশি হচ্ছে ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে। তাতেই নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

কারণ ভারতে এখনও পর্যন্ত ১৮ বছরের নীচে কারোর করোনা টিকাকরণ হয়নি। যদিও শিশুদের করোনা টিকাকরণে ট্রায়াল রান হয়ে গিয়েছে।

ক্লিনিকাল ট্রায়ালের ফলও ইতিবাচক বলে জানিেয়ছে আইসিএমআর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত পরশুই দেশের করোনা টিকাকরণ নিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলা বলেছেন। দ্রুত দেশের টিকাকরণ প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *