পাকিস্তানের কোক স্টুডিয়োর নতুন গান সবচেয়ে বেশি শুনল ভারতই

পাকিস্তানের কোক স্টুডিয়োর নতুন গান সবচেয়ে বেশি শুনল ভারতই

ব্যুরো রিপোর্ট:  পাকিস্তানের জনপ্রিয় ‘কোক স্টুডিয়ো’র ১৪তম সিজনের নতুন সংযোজন ‘পাসুরি’। গেয়েছেন আলি শেঠি এবং শায় গিল। কেবল কণ্ঠের জাদু কিংবা বাণীর মাদকতা নয়, গানের ভিডিয়োটিও অজস্র মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে।

এখন সবথেকে জনপ্রিয় গান এটি। সব থেকে আশ্চর্য, পাকিস্তানি গানটি সবচেয়ে বেশি সাড়া ফেলেছে ভারতে। বহু মানুষ এই গানটি শুনেছেন, দেখেছেন ভিডিয়োটি। সুরকার শান্তনু মৈত্র বললেন, ‘‘অবিশ্বাস্য! এতটা ভাবিনি।’’পাকিস্তানি নির্মাতারাও অবাক।

ভাবেননি ভারত থেকেই এতখানি জনপ্রিয়তা পাবে তাঁদের সৃষ্টি। পাকিস্তানি শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে জীবনমুখী গান, কাওয়ালি, সুফি সঙ্গীত, এমনকি বহু ব্যান্ডের গানেরও ভক্তসংখ্যা ভারত আর বাংলাদেশেই বেশি।

এই কয়েক বছর আগেও ভারত-পাকিস্তান সাংস্কৃতিক আদানপ্রদান বজায় রেখেছিল। ছবি এবং গান তৈরির সময় কত শিল্পী পাকিস্তান থেকে এ দেশে এসে কাজ করেছেন, এখানকার শিল্পী গিয়েছেন ও দেশে।

কিন্তু কালক্রমে রাজনৈতিক বৈরিতা সংস্কৃতির উপরও থাবা বসায়। উদাহরণ হিসাবে বলা যায়, আতিফ আসলাম আর ভারতীয় অ্যালবামে গান না। বলিউডে পাকিস্তানি অভিনেতাদের প্রবেশ নিষেধ। পাকিস্তানেও ভারতীয় ছবি মুক্তি পায় না।

তবে আশির দশকে পাকিস্তানি সঙ্গীতশিল্পী রোহেল হায়াৎ যে উন্মাদনা নিয়ে ‘কোক স্টুডিয়ো পাকিস্তান’ গড়েছিলেন, আজও সে টুকু ধরে রাখতে পেরেছেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *