কলকাতায় শুরু হয়ে গেল আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

কলকাতায় শুরু হয়ে গেল আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

ব্যুরো রিপোর্ট:  কলকাতায় আবার শুরু হল চলচ্চিত্র উৎসব। তবে এটি হল স্বল্প দৈর্ঘ্যের ছবি উৎসব। শুক্রবার সত্যজিৎ রায় অডিটোরিয়ামে আন্তর্জাতিক শর্ট ফিল্ম অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান হয়। এই স্বল্প দৈর্ঘ্যের ছবি উৎসব এবার সত্যজিৎ রায়ের স্মৃতি চারণায় উৎসর্গ করা হয়েছে।

শুক্রবার সত্যজিৎ রায় অডিটোরিয়ামে আন্তর্জাতিক শর্ট ফিল্ম অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি প্রদীপ্ত রায়, নৃত্যশিল্পী অলকানন্দা রায়, সংগীত শিল্পী কণ্যাণ সেন বরাট, মন্ত্রী বিরবাহা হাঁসদা। সঙ্গে ছিলেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, দীনেশ পোদ্দার, পন্ডিত কুমার বোস,

সন্দীপ চৌধুরী রিয়া রায় এবং মৌসুমী দাস গুপ্ত সহ অনেকে।এবার আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে থাকছে একটি সাঁওতালি ছবিও। যা নিয়ে বেশ উচ্ছ্বসিত রাজ্যের মন্ত্রী বিরবাহ হাঁসদা। তিনি বলেছেন, মানুষের হাতে এখন সময় খুব কম।

সেই কারণে স্বল্প দৈর্ঘ্যের ছবি এখন বেশ গ্রহণযোগ্য। সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বলেছেন, মুখ্যমন্ত্রী পিছিয়ে পড়া মানুষদের আরও এগিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়ে যদি আরও ছবি করা হয় তাহলে খুব ভালো হবে বলে জানিয়েছেন বিরবাহ।

সঙ্গে বিরবাহ হাঁসদা বলেছেন, পিছিয়ে পড়া মানুষদের মধ্যে অনেক ভালো ও প্রতিভাশালী অভিনেতা-অভিনেত্রী রয়েছেন। সঙ্গে ভালো পরিচালকও রয়েছেন। আর আমাদের দায়িত্ব হল তাঁদেরকে সামনে আসার সুযোগ করে দেওয়া।এছাড়া তিনি বলেছেন, ‘

আজকের সময়ে দাঁড়িয়ে অনেক ভালো ছবি নষ্ট হয়ে যাচ্ছে শুধু প্রযোজকের অভাবে। সেদিকেও একটু নজর দিলে ভালো হয়। তবে এই ধরণের অনুষ্ঠান সকলকে আরও উজ্জীবিত করবে ও অনুপ্রেরণা দেবে বলেই মনে করি’

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *