সমস্ত বিমান যাত্রীর আইটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক! অনুষ্ঠানে নিমন্ত্রনের তালিকা বেঁধে দিল সরকার

সমস্ত বিমান যাত্রীর আইটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক! অনুষ্ঠানে নিমন্ত্রনের তালিকা বেঁধে দিল সরকার

ব্যুরো রিপোর্ট:  নতুন করে ফের একবার বাড়তে চলেছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় চার হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গে। শুধু করোনা সংক্রমণ নয়, বাংলাতে চোখ রাঙাচ্ছে ওমিক্রনও।

এই অবস্থায় স্বাস্থ্যদফতরের পূর্বাভাস, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাংলায় আছড়ে পড়তে পারে থার্ড ওয়েভ। ফলে এখন থেকেই সাবধান হওয়ার বার্তা। বিশেষ করে হাসপাতাল থেকে শুরু করে অন্যান্য ব্যবস্থা দ্রুত তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে উদ্বিগ্ন নবান্নও।যদিও সরকারের দাবি, করোনা বাড়ছে কিন্তু এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে এই অবস্থায় রবিবার একগুচ্ছ নির্দেশ জারি করল রাজ্য প্রশাসন।

একদিকে ওমিক্রন রুখতে কড়া ব্যবস্থা নেওয়া হল অন্যদিকে করোনা সংক্রমণ ঠেকাতেও বড় সিদ্ধান্ত। আগামীকাল সোমবার থেকেই নয়া এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে।আগামীকাল সোমবার থেকেই ব্রিটেন থেকে আসা কোনও বিমানকে শহরে ঢুকতে দেওয়া হবে না।

কলকাতা বিমানবন্দর নয়, রাজ্যের কোনও বিমানবন্দরেই ইংল্যান্ড থেকে আসা কোনও বিমান নামতে পারবে না। তবে ব্রিটেন থেকে নাগরিকরা ঢুকতে পারবে। এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

শুধু ব্রিটেন নয়, ঝুঁকি রয়েছে এমন দেশগুলি থেকে বিমান ওঠানামার ক্ষেত্রে নজরদারি চলবে। তবে বিদেশ থেকে আসা সমস্ত যাত্রীদের আরটিপিআর মাস্ট। নবান্নের নির্দেশ অনুসারে কলকাতা হোক কিংবা রাজ্যের যে কোনও বিমানবন্দরে নামলেই আরটিপিসিআর টেস্ট করতে হলে সকল পাঠককে।

পরীক্ষা না হওয়া পর্যন্ত নো এন্ট্রি শহরে! অন্যদিকে দিল্লি এবং মুম্বই থেকে আসা বিমানের ক্ষেত্রেও বেশ কিছু নিষেধাঙ্গা থাকছে। তা আগামী পাঁচ তারিখ থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব। নির্দেশ অনুসারে সপ্তাহে দুদিন করে এই দুই শহর থেকে কলকাতায় বিমান আসবে।রাজ্যে বাড়ছে সংক্রমণ।

এই অবস্থায় বিয়ে বাড়িতে বাড়তি নিমন্ত্রন আর নয়। তালিকা বেঁধে দিল রাজ্য সরকার। নির্দেশ অনুসারে ৫০ জনের বেশি কাউকে আর ডাকা যাবে না। শুধু বিয়ে বাড়ি নয়, যে কোনও ধরনের সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে এই নির্দেশ বলবত থাকবে।

একই সঙ্গে অবশ্যই সোশ্যাল ডিসটেন্স, মাস্ক তা নিশ্চিত করতে হবে। না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি। অন্যদিকে, অন্ত্যেষ্টিক্রিয়ায় ২০ জনের বেশি লোক যেতে পারবেন না। এছাড়াও সভা-বৈঠক-সমাবেশ করা যাবে। কিন্তু তা করতে হবে ৫০ শতাংশকে নিয়ে।

তবে ভোট প্রচার কিংবা অন্যান্য ক্ষেত্রে বিষয়টি রাজ্য নির্বাচন কমিশন জাজাবে বলে জানিয়েছেন মুখ্যসচিব।কড়া ভাবে নাইট কার্ফু পালন করা হবে। আগামীকাল সোমবার থেকেই নাইট কার্ফু ফের শুরু হতে চলেছে।

রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে। তবে কার্ফু শুরু হওয়ার আগে রাত ১০টার মধ্যে সমস্ত মল, দোকান বন্ধ করে ফেলতে হবে। পুলিশকেও এই বিষয়টি দেখার নির্দেশ দেওয়া হয়েছে । কোথাও আইন অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি নবান্নের।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *