ব্যুরো রিপোর্ট: দেড় বছর পর আজ থেকে খুলছে কারতারপুর করিডর। করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল এটি। অবশেষে গুরুনানক জয়ন্তীর আগে খুলে গেল কারতারপুর করিডর।
শিখ ধর্মাবলম্বিদের কথা মাথায় রেখেই এই করিডর খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরটি-পিসিআর টেস্ট, ভ্যাকসিন সার্টিফিকেট সহ একাধিক নিয়মাবলি মেনে তবেই খোলা হচ্ছে এই করিডর।