ধীরে ধীরে কি সুস্থ হচ্ছে দেশ, ২৪ ঘন্টায় অনেকটাই কমল দেশে করোনা সংক্রমণ

ধীরে ধীরে কি সুস্থ হচ্ছে দেশ, ২৪ ঘন্টায় অনেকটাই কমল দেশে করোনা সংক্রমণ

ব্যুরো রিপোর্ট:  ধীরে ধীরে কমতে শুরু করেছে দেশে করোনা সংক্রমণ! গত ২৪ ঘন্টায় গোটা দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৮,৮৬৫ জন। যা গত ২৮৭ দিনের মধ্যে সবথেকে কম। শুধু তাই নয়, কমেছে মৃতের সংখ্যাও।

গত ২৪ ঘন্টায় দেশে মৃতের সংখ্যা মাত্র ১৯৭। রিকভারি রেট ৯৮.২৭ শতাংশ।যা কিনা গত বছর অর্থাৎ ২০২০ সালের মার্চ মাসের থেকে অনেক বেশি। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১,৩০,৭৯৩।

যা গত ৫২৫ দিনের থেকে অনেকটাই কম। এই তথ্য দেখে কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চিকিৎসকরা। একাংশের মতে, তাহলে কি ভারতে ধীরে ধীরে কমতে শুরু করেছে ভাইরাস?গত ২৪ ঘন্টায় করোনাকে সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১,৯৭১ জন।

এখনও পর্যন্ত মোট করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩,৩৮, ৬১,৭৫৬ জন মানুষ। ডেলি পজিটিভিটি রেটও কার্যত স্বস্তি দিচ্ছে। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী ডেলি পজিটিভিটি রেট ০.৮০ শতাংশ।

যা গত ৪৩ দিনের থেকে অনেকটাই নীচে রয়েছে।এদিনের করোনা সংক্রান্ত স্বাস্থ্য বুলেটিন দেখে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চিকিৎসকরা। একই সঙে দেশের মানুষকে সতর্কও করছেন তাঁরা।

চিকিৎসকদের একাংশ বলছেন, দেশে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে করোনা সংক্রমণ। যে থার্ড ওয়েভের আতঙ্ক ছিল সম্ভবত সেটাও আর আছড়ে পড়ছে না। সব মিলিয়ে একটা স্বস্তির বার্তা।তবে চিকিৎসকরা বলছেন, দ্রুত গতিতে ভ্যাকসিন দেওয়ার কাজ হয়েছে।

আর সেই ফল হাতেনাতে পাচ্ছেন দেশের মানুষ।বলে রাখা প্রয়োজন , সোমবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১০,২২৯। করোনাতে আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয় ১২৫ জনের।

সেখানে দাঁড়িয়ে আজ মঙ্গলবার অনেকটাই কমেছে সংক্রমন। করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমেছে দেশে। বিশেষ করে কেরল, মহারাষ্ট্র সহ একাধিক জায়গায় করোনা ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে।

তবে পশ্চিমবঙ্গে অনেকটাই দুর্গাপুজোর কারণে বেড়েছিল করোনা ভাইরাসের সংক্রমণ। দিনে ৯০০ থেকে সাড়ে ৯০০ হচ্ছিল রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ। পরিস্থিতি সামাল দিতে কন্টেমনমেন্ট জোন ঘোষণা করা হয়েছিল।

এমনকী কলকাতা শহরেও কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছিল। যদিও বাংলাতেও অনেকটাইক নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ। আর এই পরিস্থিতিতে রাজ্যে খুলতে চলেছে স্কুল-কলেজ।

দীর্ঘ প্রায় দু বছরের মাথাতে স্কুল-কলেজ খুলতে চলেছে। স শুধু তাই নয়, আজ থেকে মেট্রো এবং লোকাল ট্রেনের সংখ্যাও বাড়তে চলেছে। আতঙ্কের মধ্যেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থজিতি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *