ব্যুরো রিপোর্ট: শীতের শুরুতেই জেলায় জেলায় কুয়াশার দাপট। এদিন সকালে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে এই দাপট দেখা গিয়েছে। সোমবার রাজ্যের অনেক জায়গাতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা কম হলেও এদিন সকালে দেখা গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রার সেরকম পরিবর্তন হয়নি।
আপাতত ভারী শীতের কোনও পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৮ নভেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে।
আগামী দু থেকে তিন দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে তার পরের ২ দিনে তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কুয়াশার দেখা মিলিছে।
পাশাপাশি রাজ্যে সমতলের ক্ষেত্রে কোচবিহারের পুণ্ডিবাড়িতে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস।এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১৭ নভেম্বর বুধবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।
এছাড়া দক্ষিণবঙ্গের বাকি অংশের আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৮ নভেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
তবে তারপরের দুদিনে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। এদিন ভোরের দিকে পশ্চিমের জেলাগুলিতে কুয়াশার দাপট দেখা গিয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছিল স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি নিচে।
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৮.৬ (১৯.৬)
বালুরঘাট (১৬.৪)
বাঁকুড়া ১৭.৬ (১৯.৪)
ব্যারাকপুর ১৯.৬ (১৯.৬)
বহরমপুর (১৭.৪)
বর্ধমান ১৬.৮ (১৬.৬)
ক্যানিং ২১.২ (২১)
কোচবিহার ১৩.৩ (১৪)
দার্জিলিং ৬.৮ (৭.৫)
দিঘা ২০.৩ (২১.২)
কলকাতা ২১.২ (২০.৪)
মালদহ ২০.৬ (২১.৩)
পানাগড় ১৮.৯ (২০.১)
পুরুলিয়া ১৭.১ (১৯.৫)
শিলিগুড়ি (১৪.৩)
শ্রীনিকেতন ১৮.৭ (২০.৪)
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকার ওপরে একটি নিম্নচাপ অবস্থান করছে। যা ক্রমশ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে গিয়ে শক্তি বাড়াবে।
আর ১৮ নভেম্বর নাগাদ তা অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূল এবং তামিলনাড়ুর উত্তর উপকূলে আছড়ে পড়তে পারে। যার জেরে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত এই দুই রাজ্য এবং সংলগ্ন রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।