জলে ভাসছে কলকাতা,

জলে ভাসছে কলকাতা,

ব্যুরো রিপোর্ট:  উত্তর বঙ্গোপসাগরের ওপরে থাকা ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে চলে আসায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্পও ঢুকেছে। যার জেলে কলকাতা এবং সংলগ্ন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে ভোররাত থেকে ভারী বৃষ্টিপাত।

আলিপুর রোড

আগামী কয়েক ঘন্টা এরকম চলতে থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।দক্ষিণ কলকাতা বেশিরভাগ এলাকায় এই মুহূর্তে রাস্তাঘাট জলের তলায়।

উত্তর কলকাতার পরিস্থিতিও একইরকমের। পার্ক স্টিট এলাকা থেকে শুরু করে যোধপুর পার্ক, সার্দান অ্যাভিনিউ, শ্যামবাজার আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি,

আলিপুর অশোকা রোড

উল্টোডাঙ্গা, তপসিয়া, রাজাবাজার এলাকা জলমগ্ন। আলিপুর হোক কিংবা মুকুন্দপুর, সর্বত্রই একই চেহারা। কার্যত কলকাতা এই মুহূর্তে বনবাসী চেহারা নিয়েছে।

কলকাতা পুরসভার তরফ থেকে জানানো হয়েছে, সকালে সব লক গেট খোলা আছে। প্রায় সবকটি পাম্প চালিয়ে বিভিন্ন জায়গায় জল নামানোর কাজ চলছে। বেশ কিছু জায়গায় জলে বিকল হয়ে পড়েছে যানবাহন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *