বজবজ ২নম্বর ব্লকের লক্ষীবালা দত্ত গ্রামীণ হাসপাতালের বহু দিনের মানুষের চাহিদার অবশন ঘটতে চলেছে।

বজবজ ২নম্বর ব্লকের লক্ষীবালা দত্ত গ্রামীণ হাসপাতালের বহু দিনের মানুষের চাহিদার অবশন ঘটতে চলেছে।

ব্যুরো রিপোর্ট:  বজবজ ২নম্বর ব্লকের লক্ষীবালা দত্ত গ্রামীণ হাসপাতালের বহু দিনের মানুষের চাহিদার অবশন ঘটতে চলেছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি PHE জল প্রকল্পের উদ্বোধন করতে আসেন।

ঠিক তখনই বজবজ ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বুচান ব্যানার্জি তিনি এলাকার সাধারন মানুষের স্বার্থে সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জির কাছে আবেদন করেন।

যাতে করে বজবজ ২ নম্বর ব্লকের সাধারণ মানুষকে গর্ভবতী মায়েদের সিজার করার জন্য মুচিশা হাসপাতাল থেকে বিদ্যাসাগর এবং ভাঙ্গড় হাসপাতালে প্রায় কুড়ি কিলোমিটার রাস্তা অনেক গরিব মানুষ আছে যাদের অ্যাম্বুলেন্স ভাড়া করে যাবার ক্ষমতা নেই।

এবং অনেক গর্ভবতী মায়েদের এই ২০ কিলোমিটার রাস্তাতেই অনেক মায়েদের ডেলিভারি হয়ে যায় তাই বজবজ ২ নম্বর ব্লকের মানুষকে কলকাতা মুখী যাতে আর না হতে হয়। তারই চেষ্টা করছেন।

অথয়ব মুচিশা লক্ষীবালা দত্ত গ্রামীণ হাসপাতাল যেভাবে সাজিয়ে তুলেছেন। তাই আবারও সাধারণ মানুষের কথা ভেবেই এমপি অভিষেক ব্যানার্জি উদ্যোগ নিলেন।

তারই আজ সরজমিনে খতিয়ে দেখলেন DM. SDO CMHO ও আরো সরকারি আধিকারিক উপস্থিত ছিলেন। মানুষ আশা করছে খুব শিগিরই এই হসপিটাল এ একটি সিজার অপারেশন থিয়েটার চালু করা হবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *