নায়ক ছেড়ে এবার খলনায়কের ভূমিকায় জিত, সামনে এল রাবণের ট্রেলার

নায়ক ছেড়ে এবার খলনায়কের ভূমিকায় জিত, সামনে এল রাবণের ট্রেলার

ব্যুরো রিপোর্ট:  কখনও ‘চকলেটি হিরো’ আবার কখনও বা ‘টাপোরি’, কখনও আবার সিরিয়াস চরিত্র, এতদিন এইভাবেই নানা রূপে নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে বাংলার সুপারস্টার জিতকে। কিন্তু সময় বদলেছে। আর সেই সঙ্গে বদলেছে প্রতিযোগিতা ও দর্শকদের চাহিদা।

দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ধূসর চরিত্র পুষ্পা এখন ব্লকবাস্টার হিট। আর কিছুটা সেরকম চরিত্রেই এবার দেখা যেতে চলেছে বাংলার সুপারস্টার জিতকেও। কিছুদিনের মধ্যেই দর্শকদের এক নতুন সিনেমা উপহার দিতে চলেছেন তিনি। আর সেখানে নিজের ইমেজ ছেড়ে একদম অন্যরকম ভূমিকায় ধরা দিতে চলেছেন জিত।

সম্প্রতি এক নতুন ট্রেন্ড শুরু হয়েছে টলিউডে। যেখানে চেনা পরিচিত ছকে বাঁধা সিনেমা ছেড়ে মূলত কাহিনী ও চিত্রনাট্যের দিকে মন দিচ্ছেন পরিচালক প্রযোজকরা। আর সেক্ষেত্রেই একদম ভিন্ন স্বাদের নানা রকম গল্প সিনেমার আকারে ফুটে উঠছে বড় পর্দায়।

একদিকে যখন দেবের ‘টনিক’ বা ‘গোলন্দাজ’এর মত সিনেমা চলছে রমরম করে, অপরদিকে সেখানেই সকলের মন মাতাচ্ছে যিশু সেনগুপ্তের ‘বাবা বেবি ও’র মত ছক ভাঙা সিনেমা। আর সেই তালিকায় নয়া সংযোজন হতে চলেছে জিতের ‘রাবন’।

বাংলার অন্যতম সেরা নায়ক জিতের আসন্ন ছবি ‘রাবণ’এর ট্রেলার সদ্য মুক্তি পেল। মূলত অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবিতে সম্পূর্ণ নতুন ভাবে ধরা দিতে চলেছেন জিত। তবে শুধুই যে মারপিট রয়েছে এই সিনেমায় তা নয়, সেই সঙ্গে থাকবে ভরপুর রোম্যান্সও।

তবে সেক্ষেত্রে একদম আলাদা রকম অবতারে তাঁর চরিত্রকে ফুটিয়ে তুলতে চলেছেন জিত। আর ‘রাবন’এর ট্রেলার সামনে আসার পর তা প্রথমবার দেখেই ব্যাপক সারা দিয়েছেন দর্শকরা।ট্রেলার সামনে আসতেই দর্শকদের এক নয়া চমক দিয়েছেন সুপারস্টার জিত।

কারণ এই সিনেমায় একটি নয়, দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ছবির বিষয়বস্তুর সঙ্গে সঙ্গেই দর্শকদের আরও বেশি ভালো লেগেছে জিতের ‘রাবণ’ লুক। এই ছবিতে এক কলেজের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক চরিত্রে দেখা যাবে রামকে। যিনি খুবই ভালো মানুষ।

আর অপরদিকে আছে ‘রাবণ’, যে অপরাধের দুনিয়ার অধিপতি। নির্বিচারে মানুষ খুন করতে দুইবার ভাবেনা সে। আর সেখানেই দুটি ভূমিকায় দেখা যেতে চলেছে জিতকে। ছবিতে এক পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যেতে চলেছে তনুশ্রী চক্রবর্তীকে।সুপারস্টার জিতের এই আগামী সিনেমা

‘রাবণ’এর ট্রেলার সামনে আসতেই তা দারুন সারা ফেলে দিয়েছে সিনেপ্রেমীদের মধ্যে। দর্শকদের আবারও হলমুখী করতে সফল হবে ‘রাবণ’ এমনটাই আশাবাদী জিত। এই ছবি তাঁরই প্রযোজনা সংস্থার হোম প্রোডাকশন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯শে এপ্রিল থিয়েটারে মুক্তি পেতে চলেছে জিত অভিনীত ‘রাবণ’

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *