জরিমানার ভয় বাস মালিকদের, সাড়ে সাতশোর বেশি বাস নামল না শহরের রাজপথে

জরিমানার ভয় বাস মালিকদের, সাড়ে সাতশোর বেশি বাস নামল না শহরের রাজপথে

ব্যুরো রিপোর্ট:  রাজ্যে নতুন ট্রাফিক আইন লাগু করেছে রাজ্য সরকার। একলাফে কয়েকগুণ বাড়ানো হয়েছে জরিমানার পরিমাণ। এই নতুন আইনের ফলে শহরের রাস্তা থেকে উধাও হয়ে গিয়েছে শতাধিক বাস।

বৃহস্পতিবার হাওড়া ও কলকাতার রাস্তায় নামল না সাড়ে সাতশোর বেশি বেসরকারি বাস। এর ফলে কাজের দিনে বেশ ভোগান্তির শিকার হল নিত্য অফিসযাত্রীরা।

রাজ্য সরকারের নয়া আইনে বলা হয়েছে, একটি বাস অপর বাসকে ওভারটেক করলে সেই দিক থেকে জরিমানা গুনতে ৫ হাজার টাকা। বৈধ্য কাগজ দেখাতে না পারলে সেক্ষেত্রে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।

জরিমানার পরিমান এতটা বেড়ে যাওয়ায় বেশ আতঙ্কে রয়েছেন বাস মালিকরা। সেই কারণে আজ শহরের রাজপথ থেকে উধাও হয়ে গিয়েছে।

জরিমানার পরিমাণ এতটা বেড়ে যাওয়ার কারণে বৃহস্পতিবার এই আইনের বিরুদ্ধে কালো ব্যাজ পরে পরিষেবা দেবেন বাস, ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাব চালকরা।

বাস মালিকদের দাবি, এত জরিমানা তাঁদের পক্ষে দেওয়া সম্ভব নয়। সেই কারণেই রাস্তায় বাস নামাচ্ছেন না তাঁরা। প্রসঙ্গত, করোনা কারণে দীর্ঘদিন বাস চলেনি।

তবে পরিস্থিতি আবার ঠিক হতে শুরু করলে বেড়েছে জ্বালানি তেলের দাম। এই আবহে রাজ্য সরকারকে ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন বাস মালিকরা। কিন্তু সেই দাবি মানেনি রাজ্য সরকার।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *