একদিনে আক্রান্ত ১৭ হাজারের বেশি, চার মাসে রেকর্ড বৃদ্ধি দেশের দৈনিক করোনা সংক্রমণে

একদিনে আক্রান্ত ১৭ হাজারের বেশি, চার মাসে রেকর্ড বৃদ্ধি দেশের দৈনিক করোনা সংক্রমণে

ব্যুরো রিপোর্ট:  দেশের দৈনিক করোনা সংক্রমণে রেকর্ড বৃদ্ধি । এক লাফে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়ে গিয়েছে ১৭,৩৩৪। গত চার মাসের মধ্যে সর্বাধিক সংক্রমণ একদিনে। দেশের দৈনিক করোনা সংক্রমণ রেকর্ড বাড়ল।

গতকাল ১৩ হাজারের কিছু উপরে ছিল দৈনিক করোনা সংক্রমণ। সেটা একদিনে ১৭ হাজার ছাড়িয়ে গিয়েছে। অর্থাৎ চতুর্থ ওয়েভ যে উঁকি দিতে শুরু করেছে তার ইঙ্গিত মিলেছে। গত কাল করোনা সংক্রমণে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছিল ৮৩,৯৯০।

দৈনিক পজিটিভিটির সংখ্যা বেডে হয়েছে ৪.৩২ শতাংশ। আর অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮৮,২৮৪।ফের ভয় ধরাচ্ছে দেশের দৈনিক করোন সংক্রমণ। হঠাৎ করে অনেকটাই বেড়ে গিয়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ।

মহারাষ্ট্র এবং কেরলে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজধানী দিল্লিতেও বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯৩৪ জন। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৭৫৫ জন।

করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮.১০ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।মহারাষ্ট্রেও উর্ধ্বমুখী করোনা সংক্রমণ। দেশের মোট সংক্রমণের ৬০ শতাংশ হয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫,২১৮ জন।

৬০ শতাংশ বেড়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। তার মধ্যে শুধু মুম্বইয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,২১৮ জন। পুণেতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন। নাগপুরে করোনা আক্রান্ত হয়েছেন ১৩৫ জন। কোলাপুরে আক্রান্ত হয়েছেন ৭২ জন, আকোলায় ৬৩ জন। নাসিকে ৬২ জন।

লাটুরে ৩১ জন। ঔরঙ্গাবাদে ২৪ জন। রাজ্যে পজিটিভিটি রেট এক ধাক্কায় ৯.৩১ শতাংশ বেড়ে গিয়েছে।মহারাষ্ট্রে একাধিক নেতা মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে করোনা আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্ত হয়েছেন রাজ্যপালও। যদিও তাঁদের সংক্রমণ কম তাই বাড়িতেই আইসোলেশনে রয়েছে। মহারাষ্ট্রেই আবার ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন সাব ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। করোনা আক্রান্তের সংখ্যা ফের ভয় ধরাতে শুরু করেছে মহারাষ্ট্রে। সতর্ক করা হয়েছে সকলকে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *