ব্যুরো রিপোর্ট: গড়িয়াহাট থানার কাঁকুলিয়া রোডে সুবীর চাকির হত্যাকাণ্ডের ঘটনায় তল্লাশি ডায়মন্ডহারবারের বিভিন্ন খাল ও নালায়। মূল অভিযুক্ত ভিকি হালদারকে নিয়ে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী ডুবুরি নামিয়ে তল্লাশি চালানো হয়।
ইতিমধ্যে ফার্নরোডের ড্রেন থেকে ১৩ টি কার্ড উদ্ধার করেছে পুলিশ। উল্লেখ্য কলকাতা থেকে পালিয়ে মুম্বই গিয়ে এক নির্মীয়মান বহুতলে নিরাপত্তারক্ষীর কাজ নিয়েছিল ভিকি। পরে সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।