করোনা সক্রিয়ের সংখ্যা দেশে ১৭ মাসে সর্বনিম্ন! ভয় ধরাচ্ছে কেরালার পরিসংখ্যান

করোনা সক্রিয়ের সংখ্যা দেশে ১৭ মাসে সর্বনিম্ন! ভয় ধরাচ্ছে কেরালার পরিসংখ্যান

ব্যুরো রিপোর্ট:  করোনা মহামারী হানা দেওয়ার পর ২০ মাস অতিক্রান্ত। এখনও দেশ ছেড়ে যায়নি এই মারণ ভাইরাস। টিকাকরণে জোর দিয়েও করোনাকে এখনও পুরোপুরি বাগে আনা যায়নি। রবিবার করোনা পরিসংখ্যানে দেখা গেল আক্রান্ত সেই ১১ হাজারের উপরে।

সেদিক দিয়ে সংখ্যাটা নিয়ন্ত্রণে থাকলেও, কেরালার পরিসংখ্যান আতঙ্ক ছড়াচ্ছে। কেরালার পরিসংখ্যানে স্পষ্ট দেশে ফের ছড়াতে পারে ভাইরাস। সক্রিয়ের সংখ্যা অনেকটা কমেছে। উদ্বেগ কমিয়ে মৃতের সংখ্যাও নেমেছে ৩০০-র নিচে।

করোনা মুক্ত হয়েছে আক্রান্তের থেকে বেশি। ৫২২ দিনে সর্বনিম্ন সক্রিয়ের সংখ্যা।বুধবার দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ২৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

গতকালের তুলনায় এই সংখ্যা বেশ খানিকটা কম। করোনার দৈনিক আক্রান্তের গ্রাফ নেমে এসেছিল ১০ হাজারের ঘরে। তারপর তা বেড়ে ফের ১২ হাজারের উপরে চলে গিয়েছিল। এদিন করোনার গ্রাফ ফের একটু নেমে ১১ হাজারের সামান্য উপরে রয়েছে।

গতদিনের তুলনায় এদিন প্রায় ৬০০ সংক্রমণ কম হয়েছে। মোট করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ৩ কোটি ৪৪ লক্ষ ৩৭ হাজার ৩০৭।দেশে মৃতের সংখ্যা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে এদিন। শনিবার করোনায় মৃত্যু হয়েছিল ৫৫৫ জনের।

সেই মৃত্যুমিছিল এদিন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এদিন মৃত্যু হয়েছে ২৮৫ জনের। দেশে করোনায় মৃতের সংখ্যা নেমে গিয়েছিল ১৫০-রও নিচে। কিন্তু আবার তা বাড়তে শুরু করায় উদ্বেগ ছড়িয়ে পড়ে দেশে। এদিনের পরিসংখ্যানে একটু হলেও স্বস্তি ফিরেছে।

এখনও পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন মোট ৪,৬৩,৫৩০ জন।করোনা সংক্রমণের হার দেশে অনেকটাই নিম্নমুখী হওয়ায় উদ্বেগ অনেকটাই কমেছিল। কিন্তু কেরলের গ্রাফ আতঙ্ক ছড়াচ্ছে। কেরলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৬৪৬৮ জন।

উৎসবের মরশুম চলছে গোটা দেশে। দুর্গাপুজো, নবরাত্রি, দশেরা শেষ হয়েছে। বাংলা-সহ দেশের একাধিক রাজ্যে কালীপুজো, দীপাবলি বা দেওয়ালির অনুষ্ঠান হয়েছে। কেরলও ওনাম উৎসবে মেতেছিল। তারপর থেকেই করোনাপ বাড়বাড়ন্ত শুরু হয়।

এখনও করোনার সেই বাড়বৃদ্ধি অব্যাহত রয়েছে।গত দু-সপ্তাহ ধরে করোনা ভাইরাসের দৈনিক গ্রাফ সন্তোষজনক জায়গায় রয়েছে দেশে। দেশে করোনা সংক্রমণ ১০-১২ হাজারের মধ্যেই ঘোরাফেরা করেছে। দেশে কমেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও।

সক্রিয় রোগীর সংখ্যা কমে ১ লক্ষ ৪০ হাজারের নিচে গিয়েছে। বর্তমানে সক্রিয় রোগী ১ লক্ষ ৩৫ হাজার ৯১৮। ৫২২ দিনের মধ্যে সবথেকে কম করোনা সক্রিয় দেশে।গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১১,৩৭৬ জন।

দেশে মোট করোনামুক্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৩৭ হাজার ৮৫৯। করোনায় এদিন ভ্যাকসিনেশন হয়েছে ৫৭ লক্ষ ৪৩ হাজার ৮৪০। মোট করোনা ভ্যাকসিনেশন ১১২ কোটি ১ লক্ষ ৩ হাজার ২২৫।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *