ইন্ডিয়া গেটে বসবে নেতাজির মূর্তি, টুইট প্রধানমন্ত্রীর

ইন্ডিয়া গেটে বসবে নেতাজির মূর্তি, টুইট প্রধানমন্ত্রীর

ব্যুরো রিপোর্ট:  দিল্লীর ইন্ডিয়া গেটে বসছে নেতাজী সুভাষ চন্দ্র বসুর গ্রানাইটের মূর্তি। প্রজাতন্ত্র দিবসে নেতাজীকে নিয়ে ট্যাবলো বিতর্কের মধ্যেই কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে দিল্লীর ইন্ডিয়া গেটে বসানো হবে সুভাষ বসুর গ্রানাইটের মূর্তি।

এই মূর্তিটি যতদিন না তৈরি হচ্ছে ততদিন একটি হলোগ্রাম এর মূর্তি বসানো হবে সেখানে। ২৩শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মূর্তির উদ্বোধন করবেন। এই প্রথম কোনো প্রধানমন্ত্রী নেতাজীকে এই সন্মান জানাতে চলেছেন বলে দাবী করছে বিজেপি।

যদিও বিষয়টা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। কেন পশ্চিমবঙ্গের নেতাজীকে নিয়ে ট্যাবলো করতে অনুমতি দিচ্ছে না।

অথচ অমর জ্যোতি মশাল নিভিয়ে দিয়ে ইন্ডিয়া গেটে তড়িঘড়ি মূর্তি বসিয়ে সন্মান জানানো হচ্ছে তা নিয়ে বিতর্ক থাকছেই। যদিও সর্বোপরি ইণ্ডিয়া গেটে নেতাজীর মূর্তি বসানো নিয়ে বাংলার মানুষ খুশী।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *