প্রথম দিনেই যুদ্ধের বলি ১৩৭ জন, জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট

প্রথম দিনেই যুদ্ধের বলি ১৩৭ জন, জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট

ব্যুরো রিপোর্ট: দেখতে দেখতে একটা দিন কেটে গেল যুদ্ধের। প্রথম দিনেই১৩৭ জনের মৃত্যু হয়েছে ইউক্রেনে। জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে তাঁরা গুঁড়িয়ে দিয়েছে ইউক্রেনের বায়ুসেনা ঘাঁটি।

সেই সঙ্গে ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেমও ধ্বংস করে ফেলেছে তারা। গতকালই পুতিনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বার্তা দিয়েছেন যেন যুদ্ধ অবিলম্বে থামানো হয়।

গতকাল সকালেই ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের কথা ঘোষণা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পর থেকে থকে লাগাতার গোলা-গুলি বর্ষণ চলছেই ইউক্রেনে।

রাজধানী কিয়েেভ একের পর এক মিসাইল অ্যাটাক করেছে রাশিয়া। শুধু রুশ বায়ুসেনা নয় রুশ পদাতিক বাহিনীও ঢুকে পড়েছে ইউক্রেনে। রাশিয়ার হামলার পর আবার বেলারুশও ইউক্রেনের উপর হামলা করেছে বলে জানা গিয়েছে।

এই পরিস্থিতিতে আরেক প্রতিবেশি দেশ লিথুয়ানিয়া জরুরি অবস্থা জারি করেছে।লাগাতার গোলা-গুলি বর্ষণ করে চলেছে ইউক্রেনও। তবে রাশিয়ার তুলনায় ইউক্রেনের ক্ষয়ক্ষতির পরিমান সবচেয়ে বেশি হয়েছে।

ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম এবং ইউক্রেনের বায়ুসেনা গাঁটি রাশিয়া গুঁড়িয়ে দিয়েছে বলে খবর। ইক্রেনের প্রেসিডেন্ড দেশ রক্ষার জন্য সাধারণ নাগরিকদের অস্ত্র তুলে নেওয়ার আহ্বান চালিেয়ছে। দুই দেশের হঠাৎ যুদ্ধে তুমুল অস্থিরতা তৈরি হয়েছে গোটা দেশে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন যুদ্ধের প্রথম দিনেই ১৩৭ জনের মৃত্যু হয়েছে। রাজধানী কিয়েভের দিকে এগোতে শুরু করেছে রুশ পদাতিক বাহিনী। সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টকে।

তিনি জানিয়েছেন এখনও রাশিয়াতেই রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের পরিবার। সংবাদ সংস্থা রয়টারের পক্ষ থেকে জানানো হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় বড় বিস্ফোরণের শব্দ ভেসে আসছে।

এদিকে এখনও যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে রয়েছেন একাধিক ভারতীয়। তাঁদের ফেরানোর তোরজোর চলছে। গতকালই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পুতিনকে তিনি অবিলম্বে যুদ্ধ বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। এদিকে আবার আমেরিকা রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এর যোগ্য জবাব পুতিন পাবেন। মিত্র শক্তিকে পাশে নিয়ে রাশিয়াকে উচিত শিক্ষা দেওয়ার কথা বলেছেন তিনি।

একাধিক ইউরোপীয়ান দেশ রাশিয়াকে হুঁশিয়ারি দিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক প্রতিরোধ গড়ে তোলার বার্তা দিয়েছেন।ইউক্রেনের একাধিক জায়গায় ধ্বংসক্রিয়া শুরু করেছে রাশিয়া। সোশ্যাল মিডিয়া রাশিয়ার হামলার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে।

তাতে দেখা গিয়েছে রুশ সীমান্ত দিয়ে ঢুকে পড়ছে পদাতিক বাহিনী। ইউক্রেনের একাধিক এলাকা রাশিয়ার দখলে চলে গিয়েছে বলে জানা যাচ্ছে।

এদিকে পুতিন জানিয়েছেন ইউক্রেন দখল করা তাঁর উদ্দেশ্য নয়। কোনও দেশ ইউক্রেনকে সাহায্য করলে তার ফ ভাল হবে না বলে হুঁশিয়াির দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *