হরমনপ্রীতদের দাপটে চূর্ণ পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির শেষ চারে ভারত

হরমনপ্রীতদের দাপটে চূর্ণ পাকিস্তান, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির শেষ চারে ভারত

ব্যুরো রিপোর্ট:  টোকিও অলিম্পিকে পুনরুজ্জীবন ঘটে ভারতীয় হকির। চার দশকের পদকের খরা মিটিয়ে ভারতের পুরুষ হকি দল ব্রোঞ্জ জিতেছিল। দুরন্ত পারফরম্যান্স সত্ত্বেও অল্পের জন্য পদক হাতছাড়া হয় ভারতীয় মহিলা হকি দলে।

তবে প্যারিস অলিম্পিকের আগে ভারতের পুরুষ ও হকি দল নিজেদের খেলার মান আরও অনেক উচ্চতায় তুলে নেওয়ার লক্ষ্যেই এগোচ্ছে। ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে এদিন পৌঁছে গেল ভারতের পুরুষ হকি দল।

আজ পাকিস্তানকে ৩-১ গোলে পরাস্ত করেই সেমিফাইনালের টিকিট আদায় করে নিল ভারত। রাউন্ড রবিন পর্যায়ের প্রথম খেলায় ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছিল।

এর পরের ম্যাচে আয়োজক বাংলাদেশকে ভারত হারিয়ে দেয় ৯-০ গোলে। তারপর এদিনের এই জয়।প্রথম কোয়ার্টারেই ভারতকে এগিয়ে দেন ড্র্যাগফ্লিকার হরমনপ্রীত সিং। পেনাল্টি কর্নার থেকে ১৩ মিনিটের মাথায় তিনি গোলটি করেন।

৪২ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান আকাশদীপ সিং। তৃতীয় কোয়ার্টারের যখন ২৭ সেকেন্ড বাকি তখন জুনেইদ মঞ্জুরের গোলে ব্যবধান কমায় পাকিস্তান। শেষ কোয়ার্টারে হলো জমজমাট লড়াই।

এই সময় দু-দুটি পেনাল্টি কর্নার আদায় করে নিলেও তা থেকে গোল করতে পারেনি পাকিস্তান। অনবদ্য গোলকিপিংয়ের মাধ্যমে দারুণ সেভ করে দলের পরিত্রাতা হয়ে ওঠেন গোলকিপার সুরজ কারকেরা।

এরপর পেনাল্টি কর্নার থেকেই নিজের দ্বিতীয় তথা ভারতের তৃতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন হরমনপ্রীত। পেনাল্টি কর্নার থেকে গোল করার নিরিখে এই টুর্নামেন্টে ১০০ শতাংশ দক্ষতা দেখালেন তিনি।

স্বাভাবিকভাবেই পাকিস্তানকে হারিয়ে ভারত সেমিফাইনালে জায়গা করে নেওয়ায় এর তৃপ্তিও কয়েক গুণ বেশি। মাসকটে ২০১৮ সালের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনাল বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল বলে ভারত ও পাকিস্তানকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। সেবার গ্রুপ পর্যায়ের খেলাতেও পাকিস্তানকে ৩-১ ব্যবধানেই হারিয়েছিল ভারত।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *