ব্যুরো রিপোর্ট: প্রায় ৬ বছর বাদে নভেম্বরের তামিলনাড়ু টানা বর্ষণে ভিজছে। ইতিমধ্যেই সেরাজ্যে প্রবল বর্ষণের জেরে বিপর্যস্ত হয়েছে স্বাভাবিক জনজীবন। মনে করা হচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় বর্ষণের পরিমাণ আরও বেড়ে যেতে পারে।
ইতিমধ্যেই লাল সতর্কতা তামিলনাড়ুর ২০ টি জেলায় জারি করা হয়েছে। ৯ টি জেলায় বন্ধ রয়েছে স্কুল। ৬ টি জেলায় প্রশাসনকে সতর্ক করা হয়েছে বন্যা নিয়ে।