ব্যুরো রিপোর্ট: গত কয়েকদিন আগেই বক্স অফিসে ঝড় তুলেছিল ‘পাঠান’! সামনেই রিলিজ করতে চলেছে শাহরুখ খানের। গত কয়েকদিন আগেই নয়া ছবির বেশ কিছু ঝলক সামনে এসেছে। আর তা নিয়ে রীতিমত উন্মাদনা তুঙ্গে। বিশেষ করে Jawan টিজারে শাহরুখ খানের নয়া লুক দর্শকদের বেশ পছন্দ হয়েছে।বিশেষ করে ন্যাড়া মাথায় লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। । শুধু লুকেই নয়, মেট্রোর মধ্যে নাচতেও দেখা যাচ্ছে শাহরুখকে । সেই ভিডিওটিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে।
বিশেষ করে শাহরুখের ডান্স মুভস দর্শকদের বেশ পছন্দ হয়েছে। শাহরুখের ওই ডান্স মুভের সঙ্গে একাধিক গান বসিয়ে ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে।কিন্তু এমন ডান্স মুভ শাহরুখ খানকে কে শেখাল? কোরিওগ্রাফার কে? শাহরুখ খানের Jawan দেখার জন্যে উৎসুক তাঁর অনুগামীরা! দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে হাত মিলিয়ে প্যান ইন্ডিয়াতেই ছবিটি রিলিজ করবে।
কিন্তু বাদশাকে এমন নাচ শেখাল কে? আর তা জানতেই কৌতূহল তুঙ্গে অনুগামীদের। যদিও সেই সমস্ত রহস্যের ফাঁস নিজেই খুলেছেন অভিনেতা। জানেন তিনি কে? নাম শুনলে চমকে উঠবেন কিন্তু।সম্প্রতি এমন নাচের কোরিওগ্রাফ কে করেছেন সে বিষয়ে শাহরুখের কাছে জানতে চাওয়া হয়! আর সেই প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, ‘বে করার’ গানে ওই নাচ কোরিওগ্রাফ আর কেউ নন, তিনিই করেছেন বলে জানান শাহরুখ।
‘বে করার’ গানের সঙ্গে তাল মিলিয়ে এমন নাচের আইডিয়া পরিচালক অ্যাটলিকে দেন। তিনি উৎসাহ দেন। আর এরপরেও মেট্রোর মধ্যে তাল মিলিয়ে শাহরুখ খানকে নাচতে দেখা যায়। আর তাতেই মজেছেন দর্শক থেকে শাহরুখ অনুগামীরা।অনেকেই শাহরুখের ডান্স মুভ কপিও করতেও শুরু করেছেন! শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল।
অ্যাটলি পরিচালিত শাহরুখের ছবি ‘জওয়ান’ এর রিলিজ নিয়ে ইতিমধ্যে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর গোটা দেশের সিনেমা হলেই রিলিজ পাবে এই সিনেমা। শাহরুখের বিপরীতে নয়নতারা, দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে।
এছাড়াও বিজয় সেতুপতি, সান্য মলহোত্র, প্রিয়ামণির মতো অভিনেতাদেরও দেখা যাবে।শাহরুখ অনুগামীদের আসা পাঠান যেভাবে বক্স অফিসে ঝড় তুলেছে তেমনই ভাবে শাহরুখ খানের Jawan ও বক্স অফিসে একেবারে ঝড় তুলবে।