সত্য অন্বেষণে কতটা সফল দেব? উত্তর দেবে বিরসার ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’

সত্য অন্বেষণে কতটা সফল দেব? উত্তর দেবে বিরসার ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’

ব্যুরো রিপোর্ট: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল বোমকেশ ও দুর্গ রহস্যের টিজার। বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবিতে সত্যবতীর ভূমিকায় দেখা যাবে রুক্মিণী মৈত্রকেআর বোমকেশের ভূমিকায় ঠিক আপনারা যাকে ভাবছেন তিনিই অভিনয় করছেন! হ্যাঁ,

এই ছবিতে বোমকেশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা-সাংসাদ দেবকে এছাড়াও একাধিক চেনা মুখকে দেখা যাবে এই ছবিতে । যেমন রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, সত্যম ভট্টাচার্য এবং আরও অনেককেই। সম্প্রতি প্রকাশ্যে এসেছে রহস্য, রোমাঞ্চ আর সম্পর্কের গোলকধাঁধায় ভরা গল্পের টিজার ।

এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে রয়েছে এই ছবির টিজার। শ্যাম সুন্দর দে, তন্ময় বন্দ্যোপাধ্যায় ও দেব অধিকারী নিবেদিত, ‘দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স’ ও ‘শ্যাডো ফিল্মস’ প্রযোজনায় মুক্তি পাবে ছবিটি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে পরিচালক বিরসা দাশগুপ্ত তৈরি করেছেন এই ছবি।

গত সপ্তাহখানেক আগেই প্রি-টিজার সামনে এসেছিল। আর তা রীতিমত ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়াতে। মাত্র কয়েক ঘন্টা সময় কয়েক মিলিয়ন ভিউ পায় ওই প্রি-টিজার। ফেসবুক লাইভে দেব জানিয়েছেন, এই ব্যোমকেশ যাতে অন্যগুলির থেকে আলাদা হয় সেটাই প্রথম থেকে নজর ছিল।

জাতীয় এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও যাতে ছবিটিকে নিয়ে যাওয়া যায় সেদিকেও লক্ষ্য ছিল বলে ওই ফেসবুক লাইভে জানান অভিনেতা। সুন্দর ভাবে সময়কালটাকে তৈরি করার জন্যে বিরসা এবং গোটা টিমকে ধন্যবাদ জানিয়েছেন দেব।বোমকেশ ও দুর্গ রহস্যের গোটা ছবিটাই বাইরে শুটিং হয়েছে।

মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড , বোলপুর সহ বিভিন্ন জায়গাতে শুটিং হয়েছে। এবং যে দুর্গকে ঘিরে এই গল্প সেটি প্রায় ৪০০টা সিঁড়ি ভেঙে উঠতে হতো বলেও গল্প শেয়ার করেছেন দেব।

সম্প্রতি ছবির টিজার প্রকাশের দিন উপস্থিত ছিল ওয়ান ইন্ডিয়া বাংলাও।আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুক্মিণী মৈত্র সহ একাধিক অভিনেতা-অভিনেত্রীরা। আর অনুষ্ঠানে দেব এবং রুক্মিণী মৈত্রকে একেবারে অন্য লুকেই পাওয়া গেল!

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *