ভয়াবহ ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৭.৪, জারি হল সুনামি সতর্কতা

ভয়াবহ ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৭.৪, জারি হল সুনামি সতর্কতা

ব্যুরো রিপোর্ট: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আমেরিকার আলাস্কা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৪। বাড়ি ঘর যেন তাসের ঘরের মতো কাঁপছিল। ভূমিকম্পের পরেই জারি করা হয়েছে সুনামি সতর্কতা। সেখানকার বাসিন্দাদের উঁচু জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে।ফের তীব্র ভূমিকম্প। মনে করিয়ে দিল তুরস্কের কথা।

চলতি বছরেই ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের একাধিক এলাকা প্রায় ধুলিসাৎ হয়ে গিয়েছিল। শুধু তুরস্ক নয় সিরিয়াতেও ঘটেছিল ভয়াবহ কম্পন। কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল সেখানে। গুঁড়িয়ে গিয়েিছল অসংখ্য বাড়িঘর। সেই ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি তুরস্ক এবং সিরিয়ার বাসিন্দারা।

একই ভাবে ইন্দোনেশিয়াতেও ভয়াবহ কম্পনে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। গত বছরের শেষ থেকে দফায় দফায় ভূমিকম্পে কেঁপেছে এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন জায়গা। সেখানে ভয়াবহ ভূমিকম্পে একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে। ভূমিকমপ থেকে বাদ যানি ভারতও। গত কয়েক মাসে ভারতের একাধিক জায়গায় ভূমিকম্প হয়েছে। তার তীব্রতা যদিও খুব বেশি ছিল না।

সেকারণে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।হঠাৎ করে আমেরিকার আলাস্কায় এই তীব্র কম্পন উদ্বেগ বাড়িয়েছে বিজ্ঞানীদের। ভূগর্ভে ২১ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল। ভূমিকম্পের জেরে অগ্নুৎপাত শুরু হয়ে যেতে পারে আলাস্কায়। সেদিকে নজর রাখতে শুরু করে দিয়েছেন বিজ্ঞানীরা।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও সতর্কতা জারি করা হয়েছে।ইতিমধ্যেই ভূমিকম্পের পর থেকে শাহিসালাদিন আগ্নেয়গিরি থেকে ছাই উদগীরন শুরু হয়ে গিয়েছে। সমুদ্রপৃষ্ঠের উপরে ঘন মেঘ তৈরি হয়েছে। তার গভীরতা ১৫০০০ ফুট।

কাজেই পরিস্থিতি যে একেবারেই ভাল নেই সেকথা আঁচ করতে পারছেন গবেষকরা। সেকারণে দ্রুত নীচু এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে অনুরোধ জানানো হয়েছে। যেকোনও মুহূর্তে সমুদ্রের দৈত্যাকার ঢেউ আছড়ে পড়তে পারে সমুদ্র উপকূলে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *