ম্যায় কৌন হু…! ব্যান্ডেজ খুলতেই নয়া অবতারে শাহরুখ

ম্যায় কৌন হু…! ব্যান্ডেজ খুলতেই নয়া অবতারে শাহরুখ

ব্যুরো রিপোর্ট: গত কয়েকদিন ধরেই Jawan-এর প্রিভিউ দেখার জন্যে অপেক্ষায় ছিলেন শাহরুখ ভক্তরা। অবশেষে সেই প্রতীক্ষা শেষ হল! অবশেষে প্রকাশ্যে এল শাহরুখে ছবি Jawan-এর প্রিভিউ।আর তা সামনে আসার কয়েক ঘন্টার মধ্যে কয়েক হাজার ভিউ পেয়েছে। ট্রেলারে শাহরুখ খানের লুক ইতিমধ্যে ভক্তদের মধ্যে ঝড় তুলেছে। শুধু তাই নয়, একাধিক লুকে দেখা গিয়েছে অভিনেতাকে। নয়া এই সিনেমাতে অ্যাকশন মুডে দেখা যাবে শাহরুখ খানকে।

ছবিতে নয়নতারা এবং দিপীকা পাডুকোনের লুকেও পরিবর্তন!ট্রেলারে শাহরুখ খানকে বলতে শোনা যাচ্ছে, ম্যা কৌন হু কোন নেহি! পাতা নেহি। আর এরপরেই ধীরে ধীরে অভিনেতার এন্ট্রি হচ্ছে। ছবিতে অভিনেত্রী নয়নতারাকে অফিসারের ভূমিকাতে দেখা যাবে। ছবিতে দীপিকা পাড়ুকোনের ক্যামিও চরিত্র। ছবির ট্রেলারে অভিনেত্রীকে কুস্তি করতে দেখা গিয়েছে।এর সঙ্গেই অভিনেত্রী সানিয়া মালহোত্রার এক ঝলকও দেখানো হয়েছে।

একই সঙ্গে দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতিকেও অ্যাকশন করতে দেখা গিয়েছে। ট্রেলারের শেষে শাহরুখ খানকে মেট্রোর জন্যে অপেক্ষা করতে দেখা যাচ্ছে।। যেই মেট্রো আসছে তখনই মাথায় বাধা ব্যান্ডেজ খুলে ফেলছেন অভিনেতা।আর ব্যান্ডেজ খুলতেই একেবারে নয়া অবতারে দেখা যাচ্ছেন শাহরুখকে।

পুরো টাক মাথা। আর এই লুক নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু সোশ্যাল মিডিয়াতে। এর আগে দীর্ঘ অভিনয়ে জীবনে শাহরুখকে কখনও এই লুকে পাওয়া যায়নি। ফলে হঠাত এই লুক সবাইকে চমকে দিয়েছে।ট্রেলারের শেষে ওই লুকে শাহরুখকে গান এবং নাচতেও দেখা যাচ্ছে। তবে এই সিনেমাতে শাহরুখ হিরো নাকি ভিলেন তা অবশ্য স্পষ্ট হয়নি। Jawan-এ প্রোডাকশন শাহরুখ পত্নী গৌরি খানের।

ছবিটি প্রযোজনা করেছেন অ্যাটলি এবং এটি প্রযোজনা করেছে রেড চিলিজের ব্যানারে। আগামী ৭ সেপ্টেম্বর গোটা দেশের সিনেমা হলে মুক্তি পাবেন।মোট তিনটি ভাষাতে রিলিজ করবে। হিন্দির পাশাপাশি তামিল-তেলেগুতেও দেখা যাবে এই সিনেমা। জানা যাচ্ছে, আগামিদিনে আরও বেশ কয়েকটি ঝলক দেখা যাবে সিনেমাটির।

এমনকি ছবিতে মোড় রয়েছে অনেকগুলো। যা দর্শকদের নজর কাড়বে বলেই মনে করা হচ্ছে।ইতিমধ্যে বক্স অফিসে ঝড় তুলেছে শাহরুখের পাঠান। ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে অ্যাকসনে ভরপুর এই সিনেমা। এবার সামনে বড় চ্যালেঞ্জ। Jawan- কতটা ঝড় তুলতে পারবে বক্স অফিসে সেদিকেই নজর সবার।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *