২৬ বছর ধরে তৃষ্ণার্ত মানুষের মুখে জল তুলে দিচ্ছেন শঙ্করলাল সোনি, জানুন তাঁর কথা

২৬ বছর ধরে তৃষ্ণার্ত মানুষের মুখে জল তুলে দিচ্ছেন শঙ্করলাল সোনি, জানুন তাঁর কথা

ব্যুরো রিপোর্ট:  জলের অপর নাম কীবন। এই কথাটি ছোটো বেলায় আমরা সবাই শুনেছি। গ্রীষ্মের এই দাবদাহের মধ্যে এক পানীয় জল মানুষকে শরীরে ফের প্রাণ ফিরিয়ে দেয়। আর মানুষের শরীর ও মনকে স্বস্তি দিতে গত ২৬ বছর ধরে জলপান করিয়ে চলেছেন এক ব্যক্তি।ওই ব্যক্তির নাম শঙ্করলাল সোনি।

মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা তিনি। তাঁর ওই কাজের জন্য শঙ্করলালকে জব্বলপুরের জলমানুষ বলে থাকেন সেখানকার লোকেরা। গত ২৬ বছর ধরে সাধারণ মানুষকে জল খাইয়ে যাচ্ছেন তিনি। তৃষ্ণার্ত কাউকে দেখলেই তাঁর মুখে জল তুলে দেন।সাইকেলে চেপে ২৬ ধরে তৃষ্ণার্ত মানুষের মুখে জল তুলে দিচ্ছেন শঙ্করলাল।

সাইকেলে ১৮ ব্যাগ জল নিয়ে জব্বলপুরের পথে ১৮ ব্যাগ জল নিয়ে বেড়িয়ে পড়েন তিনি। সঙ্গে থাকে জলের বোতলও। এ নিয়মের ব্যক্তিক্রম তিনি কোনওদিন করেননি তিনি।

এই বিষয়ে সংবাদসংস্থা এএনআই-কে শঙ্করলাল জানিয়েছেন, ‘বোতল ছাড়াও ১৮টি জলের ব্যাগ আমার সঙ্গে থাকে। প্রত্যেকটিতে ৫ লিটার করে জল থাকে। দিনে তিনবার ওই ১৮টি ব্যাগে আমায় জল ভর্তি হয়।’

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *