হাতে স্মার্টফোন? ব্যবহার করার আগে সাবধান, জেনে নিন কী নির্দেশিকা জারি করেছে কেন্দ্র

হাতে স্মার্টফোন? ব্যবহার করার আগে সাবধান, জেনে নিন কী নির্দেশিকা জারি করেছে কেন্দ্র

ব্যুরো রিপোর্ট:  বেড়েই চলেছে সাইবার ক্রাইম। বিভিন্ন অ্যাপের মাধ্যমে লোক ঠকানো চলছে। একটি লিঙ্কে ক্লিক করলেই চোখেন পলকে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্কের অ্যাকাউন্ট। এইরকম একাধিক জালিয়াতি চলছে। এই পরিস্থিতি থেকে সাধারণ মানুষকে বাঁচাতে স্মার্টফোন নিয়ে বিশেষ গাইডলাইন জারি করল মোদী সরকার।

তথ্য সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে এই গাউডলাইন জারি করা হয়েছে।ক্রমাগত স্মার্টফোনের ব্যবহার বাড়ছে। মোবাইলেই এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে টাকা পাঠানো। অধিকাংশ লেনদেন মোবাইলেই হয়ে যাচ্ছে।

যার ফলে এই মোবাইলেই রয়েছে যাবতীয় ব্যক্তিগত তথ্য। আর এই সুযোগের সদব্যবহার করে সাইবার ক্রাইম ঘটছে একের পর এক। সাইবার ক্রাইমের অপরাধীদের ধরতে এক প্রকার হিমসিম খেতে হচ্ছে পুলিশকে। আলাদা করে সাইবার ক্রাইম শাখা খোলা হয়েছে।

স্মার্টফোন ব্যবহার নিয়ে এবার বিশেষ গাইডলাইন জারি করেছে মোদী সরকার। তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে এই গাইডলাইন জারি করা হয়েছে। তাতে স্মার্টফোন বহারকারীরা কীভাবে কাজ করবে তা নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।

কী করতে হবে আর কী করতে হবে না তার বিস্তারিত তালিকা প্রকাশ করেছে মোদী সরকার। এই নির্দেশিকা মেেন স্মার্টফোন ব্যবহার করলে ঝুঁকি অনেকটাই কমে যাবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে একটি অ্যাপ তৈরি করা হয়েছে।

গুগল প্লে স্টোর থেকে সেটা ডাউন লোড করলেই অনেকটা নিরাপদ হয়ে যাবে আপনার স্মার্টফোন। এই অ্যাপটি একবার স্মর্টফোনে ডাউনলোড করা হলে সব সময় সেটা মোবাইলে আসা প্রতিটি ফোন স্ক্যান করবে। যাতে কোনও ফ্রড কল না আসে সেদিকে নজর রাখবে। সন্দেহজনক কোনও নম্বর থেকে ফোন থেকে ফোন এলে বা এসএমএস এলে সতর্ক করা হবে।

বিশেষ করে ব্যাঙ্কের কোনও অ্যাকাউন্ট থেকে ফ্রড মেসেজ আসছে কিনা সেটা সতর্ক করে জানানো হবে।তথ্য ও প্রযুক্তি দফতরের পক্ষ থেকে সতর্ক করে স্মার্টফোন ইউজারদের সতর্ক করে জানানো হয়েছে, কোনও অজনা নম্বর থেকে এসএমএস এলে তাতে থাকা কোনও লিঙ্কে যেন ক্লিক না করা হয়।

কারণ এখন এই সব লিঙ্ক ব্যবহার করেই এই সব সাইবার হ্যাকাররা অ্যাকাউন্ট থেকে টাকা উধাও করে দিচ্ছে। একাধিক থানায় এই নিয়ে অভিযোগ জমা পড়তে শুরু করেছে। সেকারণে সাধারণ নাগরিকদের সতর্ক করতেই এই গাইডলাইন জারি করা হয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *