তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান, আতঙ্কে বাসিন্দারা

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান, আতঙ্কে বাসিন্দারা

ব্যুরো রিপোর্ট: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫। সোমবার ভোর ৫টা নাগাদ কেঁপে ওঠে ভূমিকম্প। তবে এখনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।

ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি।একের পর এক ভূমিকম্প হয়ে চলেছে এশিয়া এবং মধ্য এশিয়ার দেশগুলিতে। গতকাল উত্তরকাশীকে ভূমিকম্পের পর আজ অর্থাৎ সোমবার আবার কম্পন অনুভূত হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে।

রিখটার স্কেলে কম্পনেরতীব্রতা ছিল ৫। নেহাত কম মাত্রার কম্পন অনুভূত হয়নি। এর পরে একাধিক আফটারশকের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।ভূমিকম্পের উৎস্যস্থল ছিল আন্দামান নিকোবরের পেরকা দ্বীপের ভূপৃষ্ঠ থেকে ২০৮ কিলোমিটার গভীরে।

শুধু আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জই নয় ভূমিকম্প অনুভূত হয়েছে ইন্দোনেশিয়াতেই। সমুদ্রপৃষ্ঠের গভীরও কম্পনের তীব্রতা বেশি থাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। গতকাল উত্তরকাশীতেও ভূিমকম্প জারি করা হয়েছে।

এই নিয়ে তীব্র আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। জোশীমঠের পরিস্থিতির পরে ফের ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।কয়েকদিন আগেই তুরস্কে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে।

প্রায় হাজার দশেক মানুষ মারা গিয়েছেন ভূমিকম্পে। তার পর থেকে এশিয়া সহ মধ্য এশিয়ার একাধিক দেশে পর পর ভূমিকম্প হয়েই চলেছে। ভূবিজ্ঞানীরা দাবি করেছেন ভূগর্ভস্থ সিসমিট প্লেটের সরণের কারণেই পর পর ভূমিকম্প হয়ে চলেছে।

ভারতের বিস্তীর্ণ এলাকায় তীব্র ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাসে দেওয়া হয়েছে। এই নিয়ে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ। একের পর এক প্রতিদিনই কোনও না কোনও ভূমিকম্প হয়ে চলেছে ভারতে। যদিও এখনও তেমন ভয়াবহ আকার নেয়নি কম্পন। তবে যেকোনও মুহূর্তে বড় ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভূবিজ্ঞানীরা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *