ব্যুরো রিপোর্ট: নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কা বাইক ও স্কুটিতে। এর জেরে মৃত্যু হল এক জনের। আহত ৯ জন। মঙ্গলবার এমনই এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে রাজস্থানের যোধপুরে।
রাস্তার সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে এই ঘটনার ভিডিও।ভিডিওতে দেখা গিয়েছে, এক বিলাসবহুল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম ধাক্কা মারে একটি বাইকে। যার আরোহী অনেকটা উপরে উঠে মাটিতে আছড়ে পড়ে।
এর পর ওই গাড়িটি ধাক্কা মারে রাস্তায় দাঁড়িয়ে থাকা একের পর এক বাইক ও স্কুটিতে। এর পর একটি দোকানে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। ফলে আহত হন অনেকে। সূত্রের খবর, এই ঘটনায় মৃত ব্যক্তির নাম হল মুকেশ(৩০)।
এই ঘটনা নিয়ে পুলিশ বলেছে্ ‘পাল রোড থেকে এমসের দিকে দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় ঘাতক গাড়িটি। গাড়ির চালক ছিলেন অমিত নাগার। তিনি আত্মসমর্পন করেছেন। তাঁকে আটক করা হয়েছে।
’এই দুর্ঘটনার খবর পেয়ে আহতদের হাসপাতালে দখতে আসেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। এর পর মৃতের পরিবারকে দু’লক্ষ এবং আহতদের এক লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।