সেনেগালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১১ জন নবজাতক শিশু

সেনেগালে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ১১ জন নবজাতক শিশু

ব্যুরো রিপোর্ট:  আফ্রিকার পশ্চিম প্রান্তের একটি দেশের হাসপাতালে ভয়াবহ আগুন। এই ঘটনায় মৃত্যু হল ১১টি নবজাতক শিশুর। বুধবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনার কথা জানিয়েছেন সে দেশের রাষ্ট্রপতি ম্যাকি সাল।

সূত্রের খবর, আফ্রিকার পশ্চিম প্রান্তের দেশ সেনেগালে একটি হাসপাতালে এই আগুন লাগে। সে দেশের রাষ্ট্রপতি নেটমাধ্যমে জানিয়েছেন, ‘রাজধানী ডাকার থেকে প্রায় ১২০ কিলোমিটার পূর্বে তিভাউয়ানে শহরের একটি আঞ্চলিক হাসপাতালে ওই অগ্নিকাণ্ড ঘটে।

এইমাত্র ভয়াবহ খবরটা পেলাম। তিভাউয়েনের মামে আবদু আজিজ সি দাবাখ হাসপাতালের শিশু বিভাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যু হয়েছে।’ সেনেগালের স্বাস্থ্যমন্ত্রী দিউফ সার এক সাক্ষাৎকারে জানিয়েছেন,

বৈদ্যুতিক গোলযোগের কারণে এই আগুন লেগে থাকতে পারে। আগুন লাগার পর পুলিশ এবং দমকল বাহিনী উদ্ধারের কাজে নামে।প্রশ্ন উঠেছে কেন শিশুদেরকে বাঁচানো গেল না। অবশ্য এ বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *