কিংবদন্ততি ফুটবলার সভাষ ভৌমিকের প্রয়াণে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী

কিংবদন্ততি ফুটবলার সভাষ ভৌমিকের প্রয়াণে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী

ব্যুরো রিপোর্ট:  প্রয়াত প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক। শনিবার শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। দীর্ঘদিন ধরে সুগার এবং কিডনির সমস্যায় ভুগছিলেন সুভাষবাবু। এর কারণে বেশ কয়েকমাস ধরে তাঁর ডায়ালিসিস চলছিল।

এর পর বুকের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন এক নার্সিংহোমে। কিন্তু শেষ রক্ষা হল না।বাংলার প্রাক্তন কিংবদন্তি ফুটবলারের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছেন, ‘বিশিষ্ট ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৩ বছর।

সুভাষ ভৌমিক ইস্ট বেঙ্গল, মোহনবাগান ক্লাব ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৭০ সালে এশিয়ান গেমসে তিনি যে ভারতীয় দলের সদস্য ছিলেন, সেই দল ব্রোঞ্জ পদক লাভ করে।

এছাড়াও তিনি কলকাতার তিন প্রধান ফুটবল টিমের কোচের দায়িত্ব সুচারু ভাবে পালন করেছেন। পশ্চিমবঙ্গ সরকার ২০১৩ সালে তাঁকে ‘ক্রীড়াগুরু’ সম্মানে ভূষিত করে।’সঙ্গে তিনি বলেছেন, ‘তাঁর প্রয়াণে ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি হল।

আমি সুভাষ ভৌমিকের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’উল্লেখ্য, সুভাষ ভৌমিক ইস্টবেঙ্গলের হয়ে ১৯৬৯-১৯৭০, ১৯৭৩-১৯৭৬, ১৯৭৮-১৯৭৯ সাল পর্যন্ত খেলেছেন।

পাশাপাশি মোহনবাগানে হয়ে খেলেছেন ১৯৭০-৭৩, ১৯৭৬-৭৮ সাল পর্যন্ত। এছাড়া ১৯৮৬ সালে জর্জ টেলিগ্রাফের হয়ে প্রথমবার কোচ হন সুভাষবাবু। এর পর তিনি ইস্টবেঙ্গলের কোচ ছিলেন ১৯৯৯ থেকে ২০০০, ২০০২ থেকে ২০০৫ এবং ২০০৮৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত।

২০১০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত মোহনবাগানের কোচিং করিয়েছিলেন তিনি। এছাড়া ২০০৬ সাকে মহানেডান, ২০০৭-২০০৮ সালে সালগাঁওকারে এবং ২০১২ – ২০১৩ সালে চার্চিল ব্রাদার্সে কোচিং করিয়েছেন তিনি।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *