যমজ সন্তানের মা হলেন প্রীতি জিন্টা, টুইটে জানালেন সুখবর

যমজ সন্তানের মা হলেন প্রীতি জিন্টা, টুইটে জানালেন সুখবর

ব্যুরো রিপোর্ট:  হলেন প্রীতি জিন্টা। স্যারোগেসির মাধ্যমেই সন্তানের মা হলেন তিনি। দুই জমজ সন্তানের মা হয়েছেন বলে টুইটে সুখবর দিয়েছেন তিনি। বলিউডে স্যারোগেসির মাধ্যমে সন্তানের বাবা-মা হওয়ার ট্রেন্ড নতুন নয়।

সেই ট্রেন্ডে নাম লেখালেন তিনি নিজেও। প্রসঙ্গত উল্লেখ্য সিলভার স্ক্রিনে প্রীতি জিন্টা নিজে স্যারোগেট মাদারের ভূমিকায় অভিনয় করেছেন। এবার তিনি নিজেই সন্তানের মা হলেন স্যারোগেসির মাধ্যমে।

স্যারোগেসির মাধ্যমে সন্তানের মা হওয়ার তালিকায় নাম লেখালেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। টুইটে সেই সুখবর দিয়েছেন তিনি। প্রীতি জিন্টা এবং তাঁর স্বামী জেন গুডএনাফ টুইটে দুই নবজাতকের ছবি পোস্ট করে সুখবর দিয়েছেন।

দুই সন্তানের নামও রেখে ফেলেছেন তাঁরা। একটি ছেলে এবং একটি মেয়ে সন্তান হয়েছে প্রীতির। স্যারোগেসির মাধ্যমে তাঁরা মা-বাবা হয়েছেন বলে জানিয়েছেন। ছেলের নাম রেখেছেন তাঁরা জয় এবং মেয়ের নাম রেখেছেন জিয়া।

টুইটে প্রীতি লিখেছেন জীবনের এই নতুন সফর শুরু করার জন্য তাঁরা ভীষণভাবে উৎসাহি। তাঁদের এই স্বপ্ন সফল করে তোলার জন্য চিকিৎসক, নার্স এবং স্যারোগেট মাদারকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

বলিউডে স্যারোগেসির মাধ্যমে পিতা মাতা হওয়ার ঘটনা নতুন নয়। শাহরুখ খান থেকে শুরু করে আমির খান সকলেই কিন্তু স্যারোগেসির মাধ্যমে সন্তান নিয়েছেন। শাহরুখ খানের কনিষ্ঠ সন্তান আব্রাম স্যারোগেসির মাধ্যমে।

আমির খানের কণিষ্ঠ সন্তান আজাদও স্যারোগেসির মাধ্যমে। এমনকী খুব সম্প্রতি শিল্পা শেট্টিও স্যারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা হয়েছে। ওদিকে আবার জিতেন্দ্রর ছেলে তুষার কাপুর এবং মেয়ে একতা কাপুরও স্যারোগেসির মাধ্যমে সন্তান নিেয়ছেন।

এদিকে আবার পরিচালক করণ জোহরও স্যারোগেসির মাধ্যমে জমজ সন্তানের পিতা হয়েছেন। টেলিভিশনেও একাধিক তারকা স্যারোগেসির মাধ্যমে সন্তান নিয়েছেন।

সেই তালিকায় এবার নাম লিখেছেন প্রীতি জিন্টাও।সিলভার স্ক্রিনে স্যারোগেট মাদারের ভূমিকায় একটা সময়ে অভিনয় করেছিলেন প্রীতি জিন্টা। সলমন খান, রানি মুখোপাধ্যায় এবং প্রীতি জিন্টা ছিলেন সেই ছবিতে।

বলিউডের সেই ছবি বেশ জনপ্রিয়ও হয়েছিল। এবার অভিেনত্রী নিজেই স্যারোগেসির মাধ্যমে মা হলেনয ২০১৬ সালে জেনেকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। বয়ফ্রেন্ড নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্কের ভাঙনের কয়েক মাসের মধ্যেই তিনি বিয়ে করেন জেনেকে।

বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে আমেরিকায় বসবাস শুরু করেন তিনি। সেখানেই সংসার পাতেন। মাঝে মধ্যেই অবশ্য ভারতে আসতে দেখা গিেয়ছে তাকে।

বিয়ের দীর্ঘ সময় পরেও সন্তানের জন্ম হয়নি। সেকারণেই সম্ভবত স্যারোগেসির মাধ্যমে মা হওয়ার পথই বেছে নেন অভিনেত্রী। টুইটারে খবর সকলকে জানানোর পরেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে দিয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *