জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নতুন চমক, সেরা বোলিং কোচকে নিয়ে আসতে চলেছে বিসিসিআই!

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নতুন চমক, সেরা বোলিং কোচকে নিয়ে আসতে চলেছে বিসিসিআই!

ব্যুরো রিপোর্ট:  ভিভিএস লক্ষ্মণকে জাতীয় ক্রিকেটে অ্যাকাডেমি বা এনসিএ-এর প্রধান করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার দেশে পেস বোলারদের সঠিক প্রশিক্ষণ দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার ট্রয় কুলিকে বোলিং কোচ হিসেবে এনসিএ-তে নিয়ে আসতে চলেছে বোর্ড।

এক সাক্ষাৎকারে বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘কুলিকে এনসিএ-র কোচ করে আনা সৌরভ এবং জয় শাহের অন্যতম বড় সাফল্য। ভারতের আগামী প্রজন্মের পেসারদের গড়ে তোলার জন্য ওর থেকে ভাল আর কেউ হতে পারে না।

বোর্ড কুলিকে তিন বছরের চুক্তিতে এনসিএ-তে নিয়ে আসতে পারে।’এই মুহুর্তে বিশ্বের অন্যতম সেরা বোলিং কোচ হলেন অস্ট্রেলিয়ার ট্রয় কুলি।

২০০৫ সালে ইংল্যান্ডের বোলিং কোচ ছিলেন তিনি। তাঁর প্রশিক্ষণেই অ্যান্ড্রু ফ্লিনটফ, সাইমন জোন্সরা অ্যাসেজে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল।

মহম্মদ শামি, ইশান্ত শর্মা এবং উমেশ যাদবদের বয়স এখন ৩০-এর ঘরে। ফলে তারা আর হয়তো দেশের হয়ে দু’ থেকে তিন বছর খেলতে পারবেন। এক্ষেত্রে নতুন প্রজন্মকে আগে থেকে তৈরি রাখায় এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের মূল লক্ষ্য।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *