ব্যুরো রিপোর্ট: ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে মেয়াদ শেষ হয়েছে রবি শাস্ত্রীর। টি২০ দলের অধিনায়কের পদ ছেড়েছেন বিরাট কোহলী। গত কয়েক বছরে কোহলি-শাস্ত্রী জুটি কতটা সফল হয়েছে, তার একটি রিপোর্ট কার্ড পেশ করলেন ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেব।
এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার মনে হয় ওরা দুর্দান্ত কাজ করেছে। গত পাঁচ বছরে একের পর এক দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে। আইসিসি ট্রফি জেতা ছাড়া সব সাফল্য এসেছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ জিতেছে ভারত।
’আইসিসি ইভেন্টে কোনও ট্রফি জিততে না পারার জন্য কোহলি-শাস্ত্রীর নম্বরও কেটেছেন তিনি। তিনি বলেছেন, ‘আইসিসি ট্রফি জিততে না পারায় কোহলীদের পুরো নম্বর দিতে পারছি না। ১০০-র মধ্যে ওদের ৯০ দেব। ১০ নম্বর কাটব। অবশ্য ভারতীয় ক্রিকেট আরও উন্নত হয়েছে এই কয়েক বছরে।
’সম্প্রতি শেষ হওয়া টি২০ বিশ্বকাপের ভারতীয় দলের পারফরম্যান্স নিয়েও ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ২০০৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপের পর ২০২১-এর টি২০ বিশ্বকাপে এত খারপ খেলেছে ভারত। নকআউটে উঠে গেলে হেরে যাওয়াটা মেনে নেওয়া যায়। কিন্তু, নকআউট পর্বেও উঠতে পারেনি তাঁরা। ফলে সমালোচনা তো হবেই।