‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’-এ এবার ব্যান্ডেল স্টেশনের নাম!

‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’-এ এবার ব্যান্ডেল স্টেশনের নাম!

ব্যুরো রিপোর্ট:  ২৭ এ মে থেকে তিন দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল ব্যান্ডেল স্টেশনে ট্রেন চলাচল । যার ফলে ব্যাপক ভোগান্তির শিকার হতে হয়েছে সাধারণ যাত্রীদের । তবে এই ভোগান্তির পরে এক বড় সুখবর তাদের জন্য ।

কারণ এবার বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যান্ডেল জংশন এর নাম যুক্ত হতে চলেছে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে।কারণ ১০০২ রুটের যে ইন্টারলকিং সিস্টেম চালু হয়েছে ব্যান্ডেলে, তা বিশ্বের সবথেকে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম হিসেবে বিবেচিত।

তাই এবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে পাঠানো হয়েছে ব্যান্ডেল এর নাম।এমনটাই জানিয়েছেন ইন্টারলকিং সিস্টেমের কাজের দায়িত্বে থাকা সংস্থা ‘পরম’এর ম্যানেজিং ডিরেক্টর পুনীত পাঠক।

সোমবার নির্ধারিত সময়ের আগেই ফের ট্রেন চলাচল শুরু হয়ে যায় ব্যান্ডেল স্টেশনে। আর তারপর সেদিন ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম পরীক্ষা করে দেখা হয় বারবার।

এই ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম এর ফলে ব্যান্ডেল স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার পর্যন্ত বদলে দেওয়া হয়েছে বলে খবর। অর্থাত্‍ ৩১ শে মে এর পর থেকে বদলে দেওয়া হয়েছে ব্যান্ডেল স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার গুলিকে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *