আগামী ৫ দিনেই হবে জুলাইয়ের ৭০ শতাংশ বৃষ্টি, সতর্ক করল হাওয়া অফিস

আগামী ৫ দিনেই হবে জুলাইয়ের ৭০ শতাংশ বৃষ্টি, সতর্ক করল হাওয়া অফিস

ব্যুরো রিপোর্ট:  সোমবার রাত থেকে শুরু হয়েছে বর্ষণ। অবিরাম ধারাপাত থামার লক্ষণ নেই। একদিনের টানা বর্ষণেই জল থৈ থৈ শহর। আরো ৫ দিন নাগাড়ে বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী ৫ দিন মুম্বইয়ে জুলাই মাসের ৭০ শতাংশ বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

গত তিনদিন ধরে নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরি। জল থৈ থৈ শহর। রেললাইন থেকে রাস্তাঘাট সর্বত্র জল জমে গিয়েছে। একদিকে ফুসছে সমুদ্র আরেক দিকে অতি বর্ষণের জেরে শহরের একাধিক জায়গায় জমে গিয়েছে জল। ফলে এক প্রকার জল বন্দি হয়ে পড়েেছন সাধারণ মানুষ।

নীচু এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাধারণ মানুষকে। কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটছে শহরবাসীর। রেল লাইনে জল জমে গিয়েছে ফলে বন্ধ হয়ে গিয়েছে মুম্বইয়ের লাইফ লাইন লোকালা ট্রেন পরিষেবা।আগামী ৫ দিন ভারী থেকে অতিভারী বর্ষণ হবে মুম্বই শহরে। সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আগামী ৫ দিনে জুলাই মাসের ৭০ শতাংশ বর্ষণ হবে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছে হওয়া অফিস। খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। রায়গড় জেলায় জারি করা হয়েছে লালা সতর্কতা।

শহরের পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী ৫দিনে। কারণ ৫ দিন লাগাতার ভারী থেকে অতি ভারী বর্ষণ হলে একাধিক জায়গায় জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরও বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে শহরবাসীকে।

আবহাওয়া ক্রমশ খারাপ হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনায় বিশেষ বৈঠক ডেকেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মঙ্গলবারই তিনি এক প্রস্থ বৈঠক করেছেন। আজ ফের পরিস্থিতি পর্যালোচনায় বিশেষ বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যে বিপর্যয় মোকাবিলায় কী কী পদক্ষেপ করা উচিত তা নিয়ে আলোচনা করতে চান তিনি। একাধিক জায়গায় বিপর্যয় মোকাবিলা দলকে উদ্ধারকাজে লাগানো হয়েছে। শহরের অধিকাংশ রাস্তাই জলমগ্ন হয়ে পড়েেছ।

বিপদ বাড়তে পার আশঙ্কায় মুম্বই সি লিঙ্ক বন্ধ করে দেয়ার কথা ভাবা হচ্ছে।মুম্বই সংলগ্ন আরব সাগরর পাড়ে একাধিক ছোট গ্রামে সতর্কতা জারি করা হয়েছে। সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার মুম্বইয় এক জন মারা গিয়েছেন জলে ডুবে। দহিসা এলাকায় পিকনিক করার সময় দুর্ঘটনা ঘটে। রত্নগিরি এবং রায়গড়ের একাধিক পাহাড়ি জায়গায় ধস নেেমছে। সেখানকার বাসিন্দাদের ধস নিয়ে সতর্ক করা হয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *