৩০০ ছাড়িয়ে গেছে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘণ্টায় কমল করোনা সংক্রমণ

৩০০ ছাড়িয়ে গেছে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা, গত ২৪ ঘণ্টায় কমল করোনা সংক্রমণ

ব্যুরো রিপোর্ট:  ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়তে শুরু করেছে ভারতে। তারমধ্যেই স্বস্তি জাগাল দেশের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ। গতকালের চেয়ে অনেকটাই কমছে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬,৬৫০ জন। করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৭৪ জন। এদিকে দেশে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৮।ওমিক্রন সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে ভারতে।

একাধিক রাজ্যে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। মহারাষ্ট্র এবং দিল্লিতে বেশি বাড়ছে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তিনি দিনে ১ লক্ষ করোনা সংক্রমণ সামাল দিতে প্রস্তুত।

অর্থাৎ ওমিক্রন সংক্রমণের মোকাবিলায় প্রস্তুতি নিয়ে ফেলেছে কেজরিওয়াল সরকার। কারণ দিল্লিতে গত কয়েকদিনে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ হু হু করে বেড়েছে।

এদিকে ওমিক্রন পরিস্থিতি মোকাবিলায় গতকালই প্রধানমন্ত্রী জরুরি বৈঠক করেন। এবং তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন।

মাস্ক পরে বাড়ির বাইরে বেরনোর পরামর্শ দিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি সাধারণ মানুষরে ভিড়ের মধ্যে না ঘোরাঘুরি করার পরামর্শ দিয়েছেন। উৎসব উদযাপন করুন বাড়িতেই পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাজ্যগুলিকে করোনা পরিস্থিতি মোকাবিলায় সবরকম পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি।এদিকে আবার ওমিক্রন সংক্রমণ যখন বাড়ছে তখন দেশে ৫ রাজ্যের ভোট পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।

কারণ করোনার সেকেন্ড ওয়েভ এসেছিল ৫ রাজ্যের বিধানসভা ভোেটর পরেই। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল সেসময়। যদিও এই ৫ রাজ্যের ভোটের আগে করোনা টিকাকরণে বিশেষ নজর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি সরাসরি ভোট মুখী রাজ্যগুলির টিকাকরণ পরিস্থিতি জানতে বিশেষ টিম পাঠিয়েছেন। সেখানে যাতে দ্রুত টিকাকরণ ভোটের আগে শেষ করানো যায় তার নির্দেশ দিয়েছেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *