তাপমাত্রা নামলেও পিছু ছাড়ছে না বৃষ্টি, পণ্ড হতে পারে সরস্বতী পুজোর আনন্দ

তাপমাত্রা নামলেও পিছু ছাড়ছে না বৃষ্টি, পণ্ড হতে পারে সরস্বতী পুজোর আনন্দ

ব্যুরো রিপোর্ট:  মাঘের শীতে কাঁপছে গোটা রাজ্যে। কলকতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কনকনে ঠান্ডা পড়েছে। তাপমাত্রার পারদ অনেকটাই কমেছে। তার উত্তর ভারতের একাধিক রাজ্যে বৈছে শৈত্য প্রবাহ। উত্তুরে হাওয়া হু হু করে ঢুকছে রাজ্যে।

তার কারণে রাজ্যের তাপমাত্রা ক্রমশ নিম্নমুখী হতে শুরু করেছে। কলকাতা শহরের তাপমাত্রাও নামতে শুরু করেছে। তবে বৃষ্টি পিছু ছাড়ছে না। ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।বছরের শীতলতম দিন আজ।

কলকাতায় তাপমাত্রার পারদ নেমেছে ১১ডিগ্রিতে। গতকালের চেয়ে আরও নেমেছে তাপমাত্রার পারদ। কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা শহর। সকালের দিকে কুয়াশায় ঢাকা ছিল আকাশ। বেলা একটু বাড়তেই কেটেছে কুয়াশা।

উত্তুরে হাওয়ার দাপটে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে শহরে। আগামী কয়েকদিন তাপমাত্রার এই পারদ পতন জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। জেলাগুলিতে তাপমাত্রার পারদ নেমেছে।

আগামী ৪৮ ঘণ্টা একই থাকবে তাপমাত্রার পরদ।আবহাওয়া দফতর জানিয়েেছ তাপমাত্রার পারদ পতনে বেশিদিন স্থায়ী হবে না। মঙ্গলবার থেকেই ফের রাজ্যের তাপমাত্রা বাড়তে শুরু করবে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকেই তাপমাত্রার পারদ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ শহরের তাপমাত্রা এক ধাক্কায় ৩ ডিগ্রি নেমেছে।

তবে মঙ্গলবার থেকে ফের পশ্চিমঝঞ্ঝা উঁকি দেবে রাজ্যের আকাশে। পশ্চিমী ঝঞ্ঝার ও তামিলনাড়ুতে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জোড়া ফলায় গাঙ্গেয় বঙ্গে প্রচুর জ্বলীয় বাষ্প ঢুকতে শুরু করবে মঙ্গলবার থেকে। যার জেরে তাপমাত্রা বাড়বে রাজ্যের।পশ্চিমীঝঞ্ঝার কারণে তাপমাত্রার পারদ বাড়ার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। অর্থাৎ বৃহস্পতিবার থেকে রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা জারি থাকবে শনি এবং রবিবার পর্যন্ত। ৫ তারিখে সরস্বতী পুজো। যাকে বলা হয় বাঙালির ভ্যালেন্টাইনস ডে।

কিন্তু বৃষ্টির কারণে সেই আনন্দ পণ্ড হতে পারে বলে মনে হচছে। জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিেয়ছে হাওয়া অফিস।আগামী ৪৮ ঘণ্টা রাজ্যের তাপমাত্রা একই রকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

গত কয়েক দিন ধরে তাপমাত্রার পারদ হু হু করে নামতে শুরু করেছে। আগামী ৪৮ ঘণ্টায় আরও নামতে পারে তাপমাত্রার পারদ। জেলা গুলিতে তাপমাত্রার পারদ ১ থেকে ২ ডিগ্রি নামতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শনিবার শহরের সর্বনিম্ন তাপাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। সেটা আরও কমে গিয়েছে রবিবার। এক ধাক্কায় একেবারে ৩ ডিগ্রি পারদ পতন। ১১.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে শহরের তাপমাত্রা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *