আইপিএলে বেবি এবিডি? অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ কাঁপানো বিরাট-ভক্ত ব্রেভিস তাকিয়ে আরসিবির দিকে

আইপিএলে বেবি এবিডি? অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ কাঁপানো বিরাট-ভক্ত ব্রেভিস তাকিয়ে আরসিবির দিকে

ব্যুরো রিপোর্ট:  অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এবার চমকে দিয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস। প্রোটিয়াদের দেশে যাঁকে অনেকেই বলে থাকেন বেবি এবি ডি ভিলিয়ার্স। এবিডিও যেমন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দারুণ খেলেছিলেন, ব্রেভিসের সঙ্গে মিলটা শুধু সেখানেই থেমে নেই।

এবি ডি ভিলিয়ার্সের ৩৬০ ডিগ্রি শট খেলতেও সমান পারদর্শী ব্রেভিস। এবিডির অনুমতি নিয়েই দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ দলে ১৭ নম্বর জার্সিটি পরছেন ব্রেভিস।অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫০ রান করেছিলেন।

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ৬৫ রান করার পাশাপাশি ৪৩ রানের বিনিময়ে ২ উইকেট নেন। উগান্ডার বিরুদ্ধে করেন ১০৪, ১৮ রানের বিনিময়ে নেন ২ উইকেট।

আয়ারল্যান্ড ম্যাচে করেন ৯৬। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকা পরাস্ত হলেও ব্রেভিস ৯৭ রান করেন, ৪০ রানের বিনিময়ে ২ উইকেটও পান। আইপিএলের মেগা নিলামের আগে এমন বিধ্বংসী ফর্ম অনেক ফ্র্যাঞ্চাইজিকেই আকৃষ্ট করতেই পারে।

ব্রেভিস আইসিসিকে দেওয়া সাক্ষাতকারে জানিয়েছেন, তিনি যেমন দেশের হয়ে খেলতে চান, তেমনই খেলতে চান আইপিএল-সহ বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগেও। তাঁর দুই পছন্দের ক্রিকেটার হলেন বিরাট কোহলি আর এবি ডি ভিলিয়ার্স।

এবিডি অবসর নিয়েছেন, বিরাট আরসিবিতে খেলবেন সাধারণ ক্রিকেটার হিসেবে। ব্রেভিস চান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েই আইপিএল খেলতে।আরসিবির জার্সি পরা ব্রেভিসের একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল ও মহম্মদ সিরাজকে রেখে দিয়েছে আরসিবি। তবে ব্রেভিসের ইচ্ছার মর্যাদা দিয়ে তাঁকে আরসিবি নিলাম থেকে নেয় কিনা সেটা নিশ্চিতভাবেই দেখার।

ব্রেভিসের ইচ্ছার কথা জানার পর আরসিবি ভক্তরাও সোশ্যাল মিডিয়ায় তাঁকে আরসিবিতেই স্বাগত জানাচ্ছেন। অনেকেরই বিশ্বাস, এই ক্রিকেটার এবিডির অভাব মিটিয়ে তারকা হয়ে উঠতেই পারেন।

ডেওয়াল্ড ব্রেভিস ব্যাটিংয়ের পাশাপাশি নিজের বোলিংকেও আরও উন্নত করে তুলতে মুখিয়ে। সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকার সিনিয়র দলেও অদূর ভবিষ্যতেই এই প্রতিভাবান অলরাউন্ডারকে দেখা যেতেই পারে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *